শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, প্রাণে বাঁচালেন অটো চালক!

০৯:২৬ পিএম, অক্টোবর ১, ২০২১

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুণীর, প্রাণে বাঁচালেন অটো চালক!

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন তরুণী। শেষ মুহূর্তে তা দেখতে পেয়ে যান কাছে দাঁড়িয়ে থাকা অটো চালক। মুহূর্তের তৎপরতায় নিজের জীবন বিপন্ন করে প্রাণ বাঁচালেন তরুণীর। ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অটোচালকটির প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরাও।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কোনও একটি জায়গায়। সেখানের কোনও লেভেল ক্রসিংয়ের সামনে একা দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ওই তরুণী৷ ক্রসিংয়ের গেট বন্ধ থাকায় তরুণীর কাছেই অটো নিয়ে দাঁড়িয়েছিলেন মহসীন নামে ওই চালক। ওই তরুণী যে কিছুটা অপ্রকৃতিস্থ অবস্থায় রয়েছেন, তা বুঝতে পেরেছিলেন অটোচালকটি৷ তরুণী আত্মহত্যা করতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করা মাত্রই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের সামনে থেকে জীবনের ঝুঁকি নিয়েই তরুণীকে সরিয়ে আনেন তিনি৷

সোশ্যাল ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লেভেল ক্রসিংয়ের সামনে ওড়না দিয়ে মুখ ঢাকা অবস্থায় অপেক্ষা করছেন এক তরুণী৷ হঠাৎই ট্রেন আসার আওয়াজ পেতেই লেভেল ক্রসিং টপকে রেল লাইনের উপরে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। তখনই বুঝতে পারেন অটোচালক। সঙ্গে সঙ্গে তরুণীর পিছু নেন ওই অটো চালক৷ এরপর নিজের প্রাণের তোয়াক্কা না করেই একরকম জোর করে তরুণীকে রেল লাইন থেকে নিরাপদে সরিয়ে আনেন তিনি৷ অটো চালকটির বুদ্ধিমত্তাতেই শেষ মুহূর্তে প্রাণ বাঁচল আত্মহত্যা করতে যাওয়া তরুণীর৷

https://twitter.com/ReporterRavish/status/1442733758596018184?t=pBGr5S2at1kG6wm4Y3LIww&s=19

ভাইরাল হওয়ার ভিডিওটি-র সঙ্গে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে দাবী করা হয়েছে, ওই তরুণী চাকরির সন্ধান করছিলেন। কিন্তু চাকরি না পাওয়ায় তার হতাশা থেকেই তরুণীটি আত্মহত্যা করতে চেয়েছিলেন৷ কিন্তু অটোচালকটি তরুণীর প্রাণ বাঁচিয়ে তাঁকে নতুন জীবন দিলেন।