শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শিশু মৃত্যুর হার কমাতে তৈরি হল খিদিরপুর মাতৃ সদন, দাবি পুর কর্তৃপক্ষের

১০:২৩ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০২১

শিশু মৃত্যুর হার কমাতে তৈরি হল খিদিরপুর মাতৃ সদন, দাবি পুর কর্তৃপক্ষের
নজরে একুশের নির্বাচন। নির্বাচনের আগেই একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। সোমবার কলকাতার খিদিরপুরের নবনির্মিত খিদিরপুর মাতৃ সদন উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এদিন নবনির্মিত খিদিরপুর মাতৃ সদন উদ্বোধন করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষ । আগে শহর কলকাতায় চারটি জায়গায় মাতৃ সদন করা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল খিদিরপুর মাতৃ সদন। কিন্তু বহু পুরনো হওয়ায় তাকে নতুনভাবে সাজানো হয়েছে এই নবনির্মিত মাতৃ সদন। এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, 'যাতে শিশু মৃত্যুর হার কমে এবং মায়েদের কোন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখেই এই কাজ করা হয়েছে। রাজ্যে শিশু মৃত্যুর হার এখন অনেকটাই কম তবে মা এবং শিশুর দুজনেই যেন ভালো থাকে সেদিকে খেয়াল রেখেই খিদিরপুরে এই মাতৃ সদন নবনির্মিত করা হয়েছে '।