IND vs NZ: টেস্ট অভিষেকেই দুরন্ত হাফ সেঞ্চুরি! শ্রেয়াসের ব্যাটিংয়ে মুগ্ধ তামাম ক্রিকেট বিশ্ব

IND vs NZ: টেস্ট অভিষেকেই দুরন্ত হাফ সেঞ্চুরি! শ্রেয়াসের ব্যাটিংয়ে মুগ্ধ তামাম ক্রিকেট বিশ্ব

গতকালই অজিঙ্ক্য রাহানে জানিয়েছিলেন, কানপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটতে চলেছে শ্রেয়াস আইয়ারের। প্রত্যাশা মতোই বৃহস্পতিবার সকালে কিংবদন্তি সুনীল গাভাসকারের হাত থেকে ডেবিউ ক্যাপ তুলে নিলেন শ্রেয়াস। আর অভিষেকেই মাঠে নেমে দুরন্ত অর্ধ শতরানের নজিরও গড়লেন তিনি। দল যখন পরপর উইকেট খুইয়ে কঠিন অবস্থায় তখনই ঝলসে উঠল শ্রেয়াসের ব্যাট। মাত্র ৯৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে দলকে বসালেন চালকের আসনে। আপাতত প্রথম দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রান করে অপরাজিত রয়েছেন এই তরুণ ব্যাটার৷

টেস্টে অভিষেক ঘটিয়েই শ্রেয়াস এই দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ তামাম ক্রিকেট বিশ্ব। ক্রীড়াপ্রেমীদের সবচেয়ে নজর কেড়েছে তাঁর পরিণত বোধ। হাফ সেঞ্চুরি করেই ক্ষান্ত থাকেননি তিনি। বরং সেটাকে কীভাবে সেঞ্চুরিতে পরিণত করা যায় সেই চেষ্টায় ব্যাটিংয়ে আরও মনোযোগ দিয়েছেন। দিনের শেষে শ্রেয়াসের সেই অপরাজিত ৭৫ রানই তার প্রমাণ। স্বাভাবিকভাবেই আইয়ারের প্রশংসায় মেতেছে সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকায় রয়েছেন বহু নামী ক্রিকেট তারকাও।

যদিও চলতি বছরের শুরুটা এতটা সুখকর ছিল না শ্রেয়াসের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেতে এক দিনের ম্যাচ খেলার সময় কাঁধে চোট পান তিনি। আইপিএল-এর প্রথম পর্বে খেলতেও পারেননি। এরপর কাঁধের অস্ত্রোপচার করে ফিরে এলেও আইপিএলের অধিনায়কত্ব ততদিনে হারিয়েছেন। যদিও হাল ছাড়েননি। যখনই সুযোগ পেয়েছেন মেলে ধরেছেন নিজেকে। এবার অভিষেকেও প্রথম সুযোগেই তিনি বুঝিয়ে দিলেন তাঁকে দলের বাইরে রাখা কিন্তু খুব সহজ হবে না।

IND vs NZ: টেস্ট অভিষেকেই দুরন্ত হাফ সেঞ্চুরি! শ্রেয়াসের ব্যাটিংয়ে মুগ্ধ তামাম ক্রিকেট বিশ্ব
IND vs NZ: টেস্ট অভিষেকেই দুরন্ত হাফ সেঞ্চুরি! শ্রেয়াসের ব্যাটিংয়ে মুগ্ধ তামাম ক্রিকেট বিশ্ব

এদিকে, এদিন শ্রেয়াসের অভিষেকের খবর শোনা মাত্রই তাঁকে বিশেষ বার্তা দেন তাঁর আইপিএল কোচ রিকি পন্টিং। কঠিন সময় পেরিয়ে শ্রেয়াসের এই উত্থানে স্বভাবতই খুশি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন। বিসিসিআই-এর পোস্ট করা শ্রেয়াসের টেস্ট ক্যাপ হাতে তুলে নেওয়ার ভিডিওকে রি-টুইট করে এদিন পন্টিং লেখেন, ‘গত কয়েক বছর ধরে তুমি যে সমস্ত কাজ করেছ সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। টেস্ট অভিষেক করার ক্ষেত্রে তুমি যোগ্য দাবিদার এবং এটা তোমার শুরু। শ্রেয়াস তোমার জন্য গর্বিত।’ তাঁর ভরসার দাম এদিন অবশ্য নিজের ব্যাটের সাহায্যেই মিটিয়ে দিলেন শ্রেয়াস।