শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

IND vs NZ: রবিবার জমজমাট সিরিজের শেষ টি-২০! সৌরভের হাতেই কি বেজে উঠবে ইডেনের ঘণ্টা?

০৫:৪৮ পিএম, নভেম্বর ১৯, ২০২১

IND vs NZ: রবিবার জমজমাট সিরিজের শেষ টি-২০! সৌরভের হাতেই কি বেজে উঠবে ইডেনের ঘণ্টা?

২১ নভেম্বর, রবিবার কলকাতায় তৃতীয় টি-২০ ম্যাচ খেলতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শহরের ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। তার আগেই বড়সড় ঘোষণা করল সিএবি। ইডেনে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের ঐতিহ্যবাহী ঘণ্টা বেজে উঠবে বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির হাতে। সেই ঘণ্টা বাজিয়েই এদিনের ম্যাচ শুরু করবেন ইডেনের 'ঘরের ছেলে'।

প্রথা অনুযায়ী, ইডেনে খেলা শুরুর আগে ঘণ্টাধ্বনি বাজানো হয়ে থাকে। ইডেনে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল বছর দুয়েক আগে ২০১৯ সালে। সেবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম গোলাপি টেস্টের আগে ইডেনের ঘণ্টা বেজে উঠেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আর সেই খেলায় বাংলাদেশকে পরাজিত করে ইডেনে দেশের প্রথম গোলাপি টেস্ট জিতে নিয়েছিল ভারত।

এবার ফের ইডেনে বসবে আন্তর্জাতিক ম্যাচের আসর৷ তাই প্রস্তুতিও তুঙ্গেই। এসবের মধ্যেই অবশ্য করোনা বিধিনিষেধ নিয়ে বেশ সতর্ক সিএবি কর্তারা৷ রবিবারের ম্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ইডেনে বসছে বিশেষ আলো। স্টেডিয়ামের চারটে ব্লকের বাইরে সেই আলো বসবে। ভারতে এই প্রথম কোনও ম্যাচে এমন আলোকসজ্জায় সাজছে কোনও স্টেডিয়াম। ফলে হিরের মতো উজ্জ্বলতায় ঝকঝক করবে ক্রিকেটের নন্দনকানন! আর অন্যদিকে, শহরের 'হিরের টুকরো ছেলে' সৌরভের হাতেই বাজবে ইডেনের ঘণ্টা৷