IND vs NZ: রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে এই ৩ বড় পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া

IND vs NZ: রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে এই ৩ বড় পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া / Image Source : @indiancricketteam
IND vs NZ: রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে এই ৩ বড় পরিবর্তন করতে পারে টিম ইন্ডিয়া / Image Source : @indiancricketteam

প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর আর কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় টি-২০ খেলতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। শুক্রবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে খেলা হবে সেই ম্যাচ। তবে তার আগেই আত্মবিশ্বাসে ভরপুর টিম ইন্ডিয়া। জয়পুরে কিউয়িদের চোখের সামনে থেকে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর আজ জিতলেই সিরিজ পকেটে পুরবেন রোহিত বাহিনী। তবে শোনা যাচ্ছে, এদিন দলে একাধিক বদলও আনতে পারেন রাহুল দ্রাবিড়। বিশেষ করে ৩ জন ক্রিকেটারকে দলে আনার ভাবনা চলছে।

১. আবেশ খান
শোনা যাচ্ছে, রাঁচিতে সিরাজের বদলে দলে ঢুকতে পারেন তরুণ স্পিডস্টার আবেশ খান। প্রথম ম্যাচে সিরাজের হাতে চোট লেগেছিল৷ ফলে আজ তিনি নাও খেলতে পারেন। পরিবর্তে দলে আসবেন ‘দিল্লি ক্যাপিটালস’-এর হয়ে আগুনে বোলিং করা আবেশ। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের সঙ্গে তাঁর যুগলবন্দী কেমন হবে তা-ই দেখার।

২. যুজবেন্দ্র চাহাল
কানাঘুঁষো শোনা যাচ্ছে, দীর্ঘ কয়েক মাস পর রাঁচিতে জাতীয় টি-২০ দলে প্রত্যাবর্তন হতে পারে যুজবেন্দ্র চাহালের। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে দলে সুযোগ পাননি তিনি। ফলে সমালোচনার ঝড় উঠে গিয়েছিল। অবশেষে কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে ১৫ সদস্যের স্কোয়াডে ফিরেছেন চাহাল। যদিও প্রথম ম্যাচে তাঁকে খেলানো হয়নি। ফলে এদিনের ম্যাচে এই লেগ স্পিনারের খেলার বিশাল সম্ভাবনা। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের জায়গায় প্রথম একাদশে ঢুকতে পারেন চাহাল।

৩. হর্ষল প্যাটেল
দ্বিতীয় টি-২০ ম্যাচে দীপক চাহারের বদলে দলে ঢুকতে পারেন চলতি মরশুমের আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হর্ষল প্যাটেল। এ বছর আইপিএলে ১৫ ম্যাচে ৩২ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতে নেন হর্ষল। তাঁর ফর্মও দুরন্ত। অন্যদিকে, জয়পুরে চাহারের পারফরম্যান্স তেমন বলার মতো কিছু ছিল না। সবচেয়ে বেশি রান তিনিই দিয়েছিলেন। তাই তাঁর পরিবর্তে দলে হর্ষলের আসার জোরালো সম্ভাবনা।