বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট! ভারত-পাকিস্তান মহারণে করলেন হাফ সেঞ্চুরি

১০:৪৩ পিএম, অক্টোবর ২৪, ২০২১

পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন বিরাট! ভারত-পাকিস্তান মহারণে করলেন হাফ সেঞ্চুরি

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই চরম উত্তেজনা, হাইভোল্টেজ লড়াই। মাঠের মধ্যে যতোটা উত্তেজনা থাকে। ঠিক তেমনই গ্যালারিতেও থাকে চাপা উত্তেজনা। আজকের সেই হাই-ভোল্টেজ লড়াইয়ে ফের কবার নিজের জাত চেনালেন বিরাট কোহলি। আবারও সেই পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারত অধিনায়ক।

রবিবার ভারত-পাকিস্তানে মহারণে দল যখন ব্যাটিং সংকটে, বড় রানের প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট কোহলি করলেন হাফ সেঞ্চুরি। আর তাঁর এই রানের জোরেই ভারত ১৫০ রানের গণ্ডি অতিক্রম করল।

https://twitter.com/WisdenCricket/status/1452297335367684101

শুধু তাই নয়, আজ বিরাট তাঁর অর্ধ-শতরানের ইনিংসের সৌজন্যে টি-২০ বিশ্বকাপে সর্বাধিক ‘ফিফটি প্লাস’ ইনিংস খেলার নজিরও গড়লেন। ১০টি পঞ্চাশের ওপর রানের ইনিংস খেলে ফেললেন। সেই সঙ্গে ভারত অধিনায়ক টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে। ৯টি পঞ্চাশের ওপর রানের ইনিংস। এরপর রয়েছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৭), তিলকরত্ন দিলশান (৬) ও রোহিত শর্মা (৬)

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন তসে জিতে পাকিস্তান ভারতকে ব্যাট করতে পাঠায়। শুরু থেকেই দাপট ছিল পাক বোলারদের সেই দাপটের জেরে ভারত ৮৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে। এরপর পাঁচে ব্যাট করতে আসা পন্থ তাঁর চেনা খেলাটাই খেলতে শুরু করে দেন ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে। তবে, ছন্দপতন ঘটে ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পন্থ আউট হয়ে যেতে। শাদাব খানের বলে ভুল শট খেলে তাঁর হাতেই ক্যাচ আউট হয়ে যান।

পন্থ ফেরার পর রবীন্দ্র জাদেজা আসেন ক্রিজে। কিন্তু মাত্র ১৩ রান আসে তাঁর ব্যাট থেকে। জাদেজা আউট হওয়ার পর কোহলিও ফিরে যান। ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে। এরপর হার্দিক পাণ্ডিয়া (১১) ভুবনেশ্বর কুমার (৫) মিলে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৫১ তুলতে সমর্থ হন।

এদিন টস জিতে পাকিস্তান ভারতকে ব্যাট করতে পাঠায়। পাক বোলারদের দাপটে ভারত ৮৪ রানের মধ্য়ে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। তৃতীয় ওভারের মধ্যে দুই ওপেনার ফিরে যান ডাগআউটে। শাহিন শাহ আফ্রিদির সুইংয়ে এলবিডব্লিউ হয়ে যান রোহিত। প্রথম বলেই তিনি আউট হয়ে যান। এরপর কেএল রাহুলের উইকেট ছিটকে দেন সেই আফ্রিদি। রাহুল মাত্র ৩ রানে ফিরে আসেন।

চারে ব্যাট করতে আসা সূর্যকুমার যাদব আশা জাগিয়েও ব্যর্থ হন। ৮ বলে ১১ রানের ইনিংস খেলে হাসান আলির বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ আউট হয়ে যান তিনি। পাঁচে ব্যাট করতে আসা পন্থ তাঁর চেনা খেলাটাই খেলতে শুরু করে দেন ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে। ৩০ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন পন্থ আউট হয়ে যান। শাদাব খানের বলে ভুল শট খেলে তাঁর হাতেই ক্যাচ আউট হয়ে যান।

পন্থ ফেরার পর রবীন্দ্র জাদেজা আসেন ক্রিজে। কিন্তু মাত্র ১৩ রান আসে তাঁর ব্যাট থেকে। জাদেজা আউট হওয়ার পর কোহলিও ফিরে যান। ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে। সেই আফ্রিদি। বাঁ-হাতি পাক পেসারের বলে রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর হার্দিক পাণ্ডিয়া (১১)