শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

IND vs SA: দ্রাবিড়ের হাতে বেজে উঠল সেঞ্চুরিয়নের ঘণ্টা! বিশেষ সম্মান পেলেন ভারতীয় কোচ

০৫:৫৭ পিএম, ডিসেম্বর ২৯, ২০২১

IND vs SA: দ্রাবিড়ের হাতে বেজে উঠল সেঞ্চুরিয়নের ঘণ্টা! বিশেষ সম্মান পেলেন ভারতীয় কোচ

গত রবিবার, ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আর এই 'বক্সিং ডে' টেস্টের চতুর্থ দিনেই বিশেষ সম্মান পেলেন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড়। এদিন খেলা শুরুর আগে সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ন স্টেডিয়ামের ঘণ্টার দড়িতে টান দিলেন কোহলিদের হেড স্যার। দ্রাবিড়ের হাতেই বেজে উঠল সেঞ্চুরিয়নের ঐতিহ্যবাহী সেই বেল।

বাইশ গজের খেলা শুরুর আগে ক্রিকেট স্টেডিয়ামে বেল বাজানোর রীতি শুরু হয়েছিল 'ক্রিকেটের মক্কা' লর্ডস থেকে। পরবর্তীতে কলকাতার ইডেন গার্ডেন্সে স্টেডিয়ামেও বেল বাজিয়ে খেলা শুরুর রীতি চালু হয়। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন স্টেডিয়ামের নামও। এদিন সেই বেল বাজিয়েই খেলার উদ্বোধন করলেন রাহুল দ্রাবিড়। সেই ছবি বিসিসিআই-এর তরফে ট্যুইটারে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়নের রীতি মেনে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় বেল বাজালেন।'

https://twitter.com/BCCI/status/1476107628770115588?s=20

অন্যদিকে, ভারতের প্রথম ইনিংসে ৩২৭ রানের পর মাত্র ১৯৭ রানেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস৷ ৫ উইকেট পেয়ে টেস্ট ক্রিকেটে ২০০ উইকেট নিয়ে নতুন রেকর্ডে নাম লেখান ভারতের মহম্মদ শামি। ফলে ১৪৬ রানের লিড পায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তুলে ফেলে ভারত। ফলে ভারতের লিড ৩০৪ রানে পৌঁছে গিয়েছে।

https://twitter.com/BCCI/status/1476167277141655552?s=20

তাই বক্সিং ডে টেস্টে যে ভারত বেশ ভালো জায়গায় রয়েছে এ কথা বলাই বাহুল্য। এখন দক্ষিণ আফ্রিকার জেতার জন্য চাই ৩০৫ রান। ভারতের চাই ১০ উইকেট। হাতে রয়েছে দেড় দিন মতো সময়। এই টেস্টে তাই জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে দ্রাবিড়-কোহলির টিম ইন্ডিয়া।