শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

দেশে দৈনিক সংক্রমণের নয়া রেকর্ড! গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজারের বেশি

১১:৩৭ এএম, এপ্রিল ২৯, ২০২১

দেশে দৈনিক সংক্রমণের নয়া রেকর্ড! গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজারের বেশি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। বাড়ছে সংক্রমণ। প্রতিদিন নয়া রেকর্ড তৈরি হচ্ছে, বাড়ছে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যাও। দেশজুড়ে এখন শুধুই ক্ষুদ্রাতিক্ষুদ্র এই করোনার তাণ্ডব। চারিদিকে মানুষের হাহাকার।

কোথাও স্বজনকে হারানোর হাহাকার, কোথাও হাসপাতালে বেড পাওয়ার, কোথাও আবার একটু অক্সিজেনের জন্য হাহাকার। এটাই এখন প্রতিদিনের চেনা চিত্র হয়ে দাঁড়িয়েছে। আবারও দেশে করোনার দৈনিক সংক্রমণে নয়া রেকর্ড সৃষ্টি হল।

করোনার দ্বিতীয় ঢেউয়ে আগেই দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখের গণ্ডি অতিক্রম করেছিল। এবার গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন যা এখনও পর্যন্ত সবথেকে বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। এর জেরে দেশে করোনায় মোট মৃত্যু গিয়ে দাঁড়াল ২ লক্ষ ৪ হাজার ৮১২।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৫০ লক্ষ ৮৬ হাজার ৮৭৮ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন।

এদিকে দেশে বর্তমানে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪ জন। উল্লেখ্য, চলতি সপ্তাহে এখনও পর্যন্ত প্রতিদিনই কমপক্ষে তিন লক্ষ মানুষ দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন যা রীতিমতো উদ্বেগজনক। এই অবস্থায় টিকাকরণই একমাত্র হাতিয়ার, একথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। টিকাকরণের মাত্রা কম হলেই করোনার সংক্রমণ আরও বাড়বে।

গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জন। এই অবস্থায় টিকার জোগান ঠিক নেই। আর এই পরিস্থিতিতে দেশের সর্বত্র টিকার জোগান ঠিক রাখাও সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।