শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সামান্য স্বস্তি দেশের করোনা গ্রাফে, গত ২৪ ঘণ্টায় সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

১০:৪৭ এএম, জুলাই ২৯, ২০২১

সামান্য স্বস্তি দেশের করোনা গ্রাফে, গত ২৪ ঘণ্টায় সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, দেশে ঝড়ের গতিতে বাড়তে শুরু করেছিল করোনার সংক্রমণ। তবে, এখন দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমণ কমার পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। তবে, তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে, দেশের করোনা গ্রাফে ওঠানামা অব্যাহত রয়েছে। কখনও বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা, আবার কখনও তা কমছে। বেশ কয়েকদিন পর, মঙ্গলবার দেশে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে নামলেও, গতকাল তা ফের একধাক্কায় অনেকটাই বাড়ে। সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়ে মৃত্যুর সংখ্যাও। যা ফের স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়ায়। এরপর আজ ফের করোনা গ্রাফে সামান্য হলেও স্বস্তি মিলল। সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় কমল করোনার সংক্রমণ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। বুধবারের তুলনায় সামান্য হলেও কম দৈনিক সংক্রমণ। বুধবার দেশে করোনার দৈনিক সংক্রমণ মঙ্গলবারের তুলনায় একধাক্কায় ৪৭ শতাংশ বৃদ্ধি পায়। গতকাল দেশে করোনার দৈনিক সংক্রমণ ছিল ৪৩ হাজার ৬৫৪ জন। মঙ্গলবারই দেশে করোনার দৈনিক সংক্রমণ ছিল ৩০ হাজারের নিচে। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ জন।

https://twitter.com/ANI/status/1420592761976201219

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ ৬৪০ জন। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত আগেই দিয়েছেন বিশেষজ্ঞরা। তাই একটু অসতর্ক হলেই বিপদ বাড়বে বলেই, বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি করোনা সংক্রমণ রুখতে পরীক্ষা এবং টিকাকরণ অত্যন্ত জরুরি। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ লক্ষ ২৮ হাজার ৭৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে, ডিসেম্বরের মধ্যেই বেশি সংখ্যাক মানুষকে টিকাকরণের আওতায় আনতে লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। সব মিলিয়ে এই মুহূর্তে কোনোভাবেই বেসামাল হওয়া যাবে না। একটু অসতর্ক হলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতে এবং কড়া বিধিনিষেধ শিথিল হতেই, অনেকেই ভিড় জমাচ্ছেন পর্যটন স্থানে, যথাযথভাবে মানা হচ্ছে না করোনাবিধি।