বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টোকিওতে দেশের সর্বকালের রেকর্ড গড়লেন প্যারা অ্যাথলিটরা! রইল টিম ইন্ডিয়ার পদক তালিকা

০৩:৫৮ পিএম, সেপ্টেম্বর ৬, ২০২১

টোকিওতে দেশের সর্বকালের রেকর্ড গড়লেন প্যারা অ্যাথলিটরা! রইল টিম ইন্ডিয়ার পদক তালিকা

চলতি বছরে করোনা আবহেও যথাসাধ্য নিয়ম মেনে টোকিওতে আয়োজিত হয়েছিল অলিম্পিক্স ২০২০। আর টোকিও অলিম্পিক্সে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ১টি সোনা, ২টি রুপো ও ৪ টি ব্রোঞ্জ সহ মোট ৭টি পদক জিতেছেন ভারতীয় অলিম্পিয়ানরা। পাশাপাশি প্রথমবারের জন্য ট্র‍্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীন ভারতের প্রথম পদক তথা সোনাও এসেছে দেশের ঝুলিতে। এক কথায় এবারের অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের সাফল্য উজ্জ্বল করেছে দেশের মুখ। এবার সেই ধারা বজায় রাখলেন ভারতের প্যারা অ্যাথলিটরাও। টোকিও প্যারালিম্পিক্সে প্রথমবারের মতো দেশের হয়ে মোট ১৯টি পদক জিতলেন তাঁরা। একইসঙ্গে গড়লেন রেকর্ডও।

এ বছর অলিম্পিক্স শেষেই টোকিওতে বসেছিল প্যারালিম্পিক্সের আসর। আর এই প্যারালিম্পিক্সেই এবার মোট ৫৪ জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন। এই প্রথমবার এত সংখ্যক প্যারা অ্যাথলিট দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে টোকিওতে পা রেখেছিলেন। আর তাঁরা গর্বিতও করলেন দেশবাসীকে। এবার প্যারালিম্পিক্সে সমস্ত রেকর্ড চুরমার করে ভারতের ঘরে এল ১৯টি পদক। সৌজন্যে সেই প্যারা অ্যাথলিটরা। এবং এত সংখ্যক পদক জয়ের কারণে এ বছর প্যারালিম্পিক্সের পদক তালিকায় ২৪ নম্বর স্থানে শেষ করল ভারত। যা এক কথায় নজিরবিহীন।

এখানেই শেষ নয়। এবার প্যারালিম্পিক্সের মঞ্চে ভারতীয় প্যারা অ্যাথলিটদের মিলিত প্রচেষ্টায় গড়ে উঠল একাধিক বিশ্ব রেকর্ড ও এশিয়ান রেকর্ডও। নতুন প্যারালিম্পিক্স রেকর্ডও সৃষ্টি হয়েছে। এছাড়াও এই প্রথম ভারতের ঝুলিতে এল ৫ টি সোনা। যা এর আগে কখনও হয়নি। এই রেকর্ড সংখ্যক পদক জয়ের কারণে উচ্ছ্বসিত সারা দেশের মানুষ। প্যারা অলিম্পিয়ানদের এহেন সাফল্যে গর্বে ভরে গিয়েছে সবার বুক।

এবার একনজরে দেখে নেওয়া যাক প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ীদের তালিকাটি-

১. সোনা জয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের তালিকা

অবনী লেখারা : মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এস এইচ ১

প্রমোদ ভগত : পুরুষদের ব্যাডমিন্টন এস এল ৩

কৃষ্ণ নাগার : পুরুষদের ব্যাডমিন্টন এস এইচ ৬

সুমিত আন্তিল : পুরুষদের জ্যাভলিন এফ ৬৪

মণীশ মারওয়াল : মিক্সড ৫০ মিটার পিস্তল এস এইচ ১

২. রুপো জয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের তালিকা

ভবিনাবেন প্যাটেল : মহিলাদের সিঙ্গলস টেবিল টেনিস (ক্লাস ৪)

যোগেশ কাথুনিয়া : পুরুষদের ডিসকাস এফ ৫৬

নিষাদ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৪৭

মারিয়াপ্পন থাঙ্গাভেলু : পুরুষদের হাই জাম্প টি ৬৩

প্রবীণ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৬৪

দেবেন্দ্র ঝাঝারিয়া : পুরুষদের জ্যাভলিন এফ ৪৬

সিংরাজ : মিক্সড ৫০ মিটার পিস্তল এস এইচ ১

সুহাস ইয়াথিরাজ : পুরুষদের সিঙ্গলস এস এল ৪

৩. ব্রোঞ্জ জয়ী ভারতীয় প্যারা অ্যাথলিটদের তালিকা

অবনী লেখারা : মহিলাদের ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন এস এইচ ১

হরবিন্দর সিং : পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ আর্চারি

শরদ কুমার : পুরুষদের হাই জাম্প টি ৬৩

সুন্দর সিং গুর্জর : পুরুষদের জ্যাভলিন এফ ৪৬

মনোজ সরকার : পুরুষদের ব্যাডমিন্টন এস এল ৩

সিংরাজ : পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এস এইচ ১