শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

শেষরক্ষা হল না, ব্যর্থ সব চেষ্টা! ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০১:১৯ পিএম | আপডেট: মার্চ ১৫, ২০২৩, ০১:২১ পিএম

শেষরক্ষা হল না, ব্যর্থ সব চেষ্টা! ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ
শেষরক্ষা হল না, ব্যর্থ সব চেষ্টা! ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ খেলতে খেলতেই বড় বিপদ ঘটে গিয়েছিল। ৬০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল মাত্র ৮ বছরের এক কিশোর। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। একদিন পরে আজ বুধবার সেই কুয়ো থেকে উদ্ধার করা হল ওই কিশোরকে। কিন্তু শেষরক্ষা হল না। অনেক চেষ্টার পরেও কুয়ো থেকে আজ উদ্ধার করা হল কিশোরের নিথর দেহ।

মঙ্গলবার সকালে মধ্য প্রদেশের (Madhya Pradesh) বিদিশায় এই দুর্ঘটনাটি ঘটেছিল। এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, খেলতে গিয়েই ৬০ ফুট গভীর একটি বোরওয়েলের (Borewell) ভিতরে পড়ে যায় ৮ বছরের ওই কিশোর। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ (Rescue Operation)। আজ সকালেও সেই উদ্ধারকাজ চলছিল। সকালেই আধিকারিকরা জানিয়েছিলেন যে, ৪৩ ফুট গভীরে আটকে রয়েছে ওই কিশোর। এখনও পর্যন্ত জীবিতই রয়েছে কিশোর। তাঁকে বাঁচিয়ে আনার জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। কিন্তু এরপরে দুপুর ১২ টা নাগাদ জানানো হয় যে, শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও, তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

উক্ত সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে আরও জানা গিয়েছে যে, মধ্য প্রদেশের বিদিশার বাসিন্দা ওই কিশোর মঙ্গলবার সকালে বাড়ির কাছেই মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল। অখানে যে একটি বোরওয়েল খোঁড়া ছিল, তা জানত না সেখানে থাকা নাবালকেরা। আর এতেই ঘটে বিপত্তি। আচমকাই গরতের উপরে ঢাকা দেওয়া অংশে পা দিতেই বোরওয়েলের ভিতরে পড়ে যায় ওই কিশোর। ৪৩ ফুট গভীরে গিয়ে আটকে যায় সে। এদিকে কিশোর পড়ে যেতেই তার পরিবারকে সঙ্গে সঙ্গেই জানায় তার বন্ধুরা। এরপরই পুলিশ-প্রশাসনেও খবর দেওয়া হয় কিশোরের পরিবারের পক্ষ থেকে।

এদিকে, খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ-প্রশাসন। উদ্ধারকাজে সাহায্যের জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকে পাঠানো হয়। বিদিশার অ্যাসিস্টেন্ট পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সমীর যাদব জানিয়েছেন, ৬০ ফুটের ওই বোরওয়েলে ৪৩ ফুট গভীরে আটকে ছিল ওই কিশোর। কুয়োর ভিতরে ওয়েবক্যাম পাঠিয়ে দেখার চেষ্টা করা হয় যে, ওই কিশোর কোন জায়গায় আটকে রয়েছে। ওই কিশোরের সঙ্গে কথা বলারও চেষ্টা করা হচ্ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এমনকি তার কাছে খাবার পাঠানোও সম্ভব হয়নি।

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট জানিয়েছিলেন, গর্তের মধ্যে শিশুটির নড়াচড়া লক্ষ্য করা গিয়েছে। সেই দেখেই আন্দাজ করা হচ্ছিল যে, ওই কিশোর জীবিত রয়েছে। আশা করা হচ্ছিল যে, আজ দুপুরের মধ্যে ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব। তবে, এদিন বেলা বাড়তেই জানা যায়, ওই কিশোরের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ওই কিশোরের দেহ বোরওয়েল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।