শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরমের একাধিক বাড়িতে সিবিআই অভিযান! ছেলের বিরুদ্ধে দায়ের নয়া মামলা

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ১৭, ২০২২, ১১:০৫ এএম | আপডেট: মে ১৭, ২০২২, ০৫:০৫ পিএম

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরমের একাধিক বাড়িতে সিবিআই অভিযান! ছেলের বিরুদ্ধে দায়ের নয়া মামলা
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিদম্বরমের একাধিক বাড়িতে সিবিআই অভিযান! ছেলের বিরুদ্ধে দায়ের নয়া মামলা

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আবারও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের একাধিক বাড়ি এবং অফিসে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার প্রাক্তন কেন্দ্রীয় এই মন্ত্রীর মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে হানা দেয় সিবিআই।

এদিকে, সূত্রের খবর, চিদম্বরমের ছেলে কার্তিকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নয়া মামলা দায়ের কড়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এই হানা। সিবিআই সূত্রের খবর, ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তাঁর একাধিক বিদেশি সংস্থার সঙ্গে লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেগুলির উপর আলাদা নজর দেওয়া হচ্ছে। সূত্রের এও খবর যে, মুম্বই, চেন্নাই, ওড়িশা, পঞ্জাব এবং কর্ণাটকের মতো মোট ৯ টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

এদিকে, অন্য একটি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঞ্জাবে একটি প্রকল্পে কাজের জন্য কয়েক জন চিনা নাগরিককে টাকার বিনিময়ে ভিসা দেওয়ার অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন চিদম্বরম।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আই এন এক্স মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। ২০১৯ সালে তাঁকে গ্রেফতারও করে সিবিআই। পরে যদিও তিনি জামিনে ছাড়া পান। এবার ফের তিনি সমস্যায় জড়ালেন। জানা গিয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লি এবং চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখানেই শেষ নয়, চিদম্বরমের পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিদের মুম্বইয়ের বাড়িতেও চলছে তল্লাশি। 

এদিকে, সিবিআই- এর এই তল্লাশি অভিযান নিয়ে সরব হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পুত্র। এ প্রসঙ্গে তিনি টুইট করে লিখেছেন, ‘আর কতবার এই অভিযান? আমি ভুলে গিয়েছি। আর কতদিন চলবে? এটা নিঃসন্দেহে একটা রেকর্ড।’