শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষল ট্রাক, মৃত ৩

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ১৯, ২০২২, ১০:০৭ এএম | আপডেট: মে ১৯, ২০২২, ০৪:০৭ পিএম

ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষল ট্রাক, মৃত ৩
ভয়াবহ দুর্ঘটনা হরিয়ানায়! নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষল ট্রাক, মৃত ৩

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ দুর্ঘটনা, স্থান হরিয়ানা। ২০২০ সালের ঔরঙ্গাবাদের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরে এল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের পিষে দিল ট্রাক। 

এর জেরে মৃত্যু হয়েছে ৩ জন পরিযায়ী শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন অন্তট ১২ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিয়ানার ঝাঝর এলাকায়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার ঝাঝরের বাহাদুরগঞ্জে এলাকার একটি টোল প্লাজার কাছে রাস্তার ধারেই ১৮ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। এদিকে, বৃহস্পতিবার সকালে তাঁদেরকেই ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় একটি ট্রাক। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাকটি।

এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ পরিযায়ী শ্রমিকের। আরও ১২ জন গুরুতর আহত। তাঁদের প্রত্যেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। এদিকে, জানা গিয়েছে, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে দুর্ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় ট্রাক ড্রাইভার। পুলিশ ঘাতক ট্রাকটির নম্বর ধরে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে ইতিমধ্যেই। তিনিই জানিয়েছেন যে, ট্রাকটিতে ২ জন চালক এবং একজন খালাসি ছিল। ইতিমধ্যেই তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি ব্রিজ নির্মাণের কাজে গিয়েছিলেন ওই পরিযায়ী শ্রমিক। তবে, আলাদা করে এখনও কাউকে শনাক্ত করা না গেলেও, জানা গিয়েছে, তাঁরা উত্তরপ্রদেশের দুতি জেলা থেকে হরিয়ানায় গিয়েছিলেন কাজে। জানা গিয়েছে, রাস্তার ধারে ঘুমনোর আগে ওই এলাকায় ব্যারিকেডও দিয়েছিল ওই পরিযায়ী শ্রমিকরা। রাস্তার ধারের ওই অংশটি তাঁরা ঘিরেই নিয়েছিলেন। কিন্তু তার পরেও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ঘাতক ট্রাকটি ব্যারিকেড ভেঙেই ওই ঘুমন্ত পরিযায়ী শ্রমিকদের পিষে দেয়।