শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

‘গেরুয়া পতাকা আগামীতে কোনদিন জাতীয় পতাকা হয়ে উঠতে পারে’! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৭:৫৯ পিএম | আপডেট: মে ৩১, ২০২২, ০১:৫৯ এএম

‘গেরুয়া পতাকা আগামীতে কোনদিন জাতীয় পতাকা হয়ে উঠতে পারে’! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
‘গেরুয়া পতাকা আগামীতে কোনদিন জাতীয় পতাকা হয়ে উঠতে পারে’! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সোমবারই কেন্দ্রের ক্ষমতায় আসার ৮ বছর পূর্ণ করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই উপলক্ষে নানা রাজ্যে একাধিক কর্মসূচী নিয়েছে গেরুয়া শিবির। এদিকে, এই আবহে এক বর্ষীয়ান বিজেপির নেতার মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গিয়েছে রাজনীতির অঙ্গনে।

কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা দাবি করেছেন যে, আগামী দিনে গেরুয়া পতাকাই দেশের জাতীয় পতাকা হয়ে উঠতে পারে। এবার জেনে নেওয়া যাক ঠিক কী বলেছেন এই বিজেপি নেতা। 

বিজেপি নেতা ঈশ্বরাপ্পার কথায়, ‘এই দেশে গেরুয়া পতাকাকে অত্যন্ত সম্মান করা হয়। এর ইতিহাস হাজার হাজার বছরের। গেরুয়া হল ত্যাগের প্রতীক। আরএসএস-এ আমরা সেটাই বোঝানোর চেষ্টা করি। এতে কোনও সন্দেহ নেই। আমাদের সংবিধান অনুযায়ী দেশে দেশে তেরঙা পতাকা রয়েছে এবং আমরা এটিকে প্রাপ্য সম্মানও দেই।’

বিজেপি নেতার এই মন্তব্যকে কেন্দ্র করেই পরে বিতর্কের সৃষ্টি হয়। শোরগোল পড়ে রায় রাজনৈতিক মহলে। এর আগেও তিনি নানা বিতর্কে জড়িয়েছেন। এর আগে ঈশ্বরাপ্পা ৯ ফেব্রুয়ারি বলেছিলেন, ‘আমরা সর্বত্র জাফরান পতাকা উত্তোলন করব। আজ না হোক কাল ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। এমনকি লালকেল্লায়ও।’