বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ গত কয়েকদিনে ধরে একদিকে যেমন গরমে নাজেহাল মানুষ, তেমনই লোডশেডিংয়ের জেরে প্রবল সমস্যায় কার্যত জেরবার মানুষ। এবার তাঁদের সমস্যার কথা ভেবেই সোমবার বিদ্যুৎ ভবনে গিয়ে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন তুললেন, কেন এত লোডশেডিং হচ্ছে? নিশানা করলেন রাজ্যকে।
এমনিতেই গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহে নাজেহাল মানুষ। ঘর থেক বেরনোই কার্যত দায় হয়ে দাঁড়িয়েছিল। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে লাগাতার লোডশেডিং। একদিকে অত্যাধিক গরম, তার মাঝে বারবার বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা অবস্থা তৈরি হয় আমজনতার। বিভিন্ন জায়গায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভও দেখিয়েছেন এর জন্য।
এই পরিস্থিতিতে রাজ্যবাসীর সমস্যার কথা বিবেচনা করেই সোমবার বিকেলে বিদ্যুৎ ভবনের বন্টন দফতরে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল-সহ আরও অনেকেই। সেখানেই আধিকারিকের সঙ্গে সরাসরি কথা বলেন শুভেন্দু অধিকারী। এমনকি তিনি পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করেন, কেন এত বিদ্যুতের খাটতি? কেন এত লোডশেডিং হচ্ছে বিভিন্ন জায়গায়?
এরপর বিদ্যুৎ ভবন থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। সেখানে রাজ্যের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও নতুন পাওয়ার স্টেশন হয়নি।’ আর এর জেরে ঘনঘন লোডশেডিং আর এতে সমস্যায় পড়তে হচ্ছে শিশু, বৃদ্ধ-সহ প্রতিটি মানুষকেই।
আপনার মতামত লিখুন :