শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৮৮’র রোড রেজ মামলায় স্বস্তি মিলল না সিধুর! এক বছরের কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

চৈত্রী আদক

প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৪:২১ পিএম | আপডেট: মে ১৯, ২০২২, ১০:২৬ পিএম

৮৮’র রোড রেজ মামলায় স্বস্তি মিলল না সিধুর! এক বছরের কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
৮৮’র রোড রেজ মামলায় স্বস্তি মিলল না সিধুর! এক বছরের কারাবাসের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বংনিউজ২৪×৭ ডিজিটাল ডেস্কঃ ৩৪ বছরের পুরনো মামলার রেশ আজও অব্যাহত। ১৯৮৮ সালের রোড রেজ মামলায় সুপ্রিমকোর্টে স্বস্তি মিলল না প্রাক্তন ক্রিকেটার তথা রাজনৈতিক নেতা নভজোৎ সিং সিধুর। সুপ্রিম কোর্টের নির্দেশে এক বছরের কারাদন্ডে দন্ডিত হলেন কংগ্রেস নেতা। ভারতীয় দণ্ডবিধির ৩২৩ নং ধারায় সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে সিধুকে। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে পাঞ্জাব পুলিশের হেফাজতে নেওয়া হবে।

১৯৯৮ সালের ২৭ ডিসেম্বর পাঞ্জাবের রাস্তায় প্রকাশ্যে এক ব্যক্তির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। অভিযোগ, পাঞ্জাবের পাটিয়ালাতে ৬৫ বছর বয়সী বৃদ্ধ গুরনাম সিংকে গাড়ি থেকে নামিয়ে এনে মারধর শুরু করেন সিধু। পারস্পরিক হাতাহাতি চরম আকার ধারণ করলে সিধুর মারের আঘাতেই গুরুনাম সিংয়ের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

অনিচ্ছাকৃত হত্যা মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে তাঁকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু ২০১৮ সালের ১৫ মে, হাইকোর্টের আদেশ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তিন বছরের কারাবাসের শাস্তি কমিয়ে কেবল ১০০০ টাকা জরিমানা করে সিধুকে মুক্তি দেয় শীর্ষ আদালত।

সেই মামলায় সিধুকে অব্যাহতি দেওয়ার আদেশের পর্যালোচনা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারক এএম খানউইলকার এবং এসকে কওউল রাজনৈতিক নেতার কারাবাসের সাজা শোনালেন। শীর্ষ আদালত তাঁকে এক বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে সিধুকে।