বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

হাইভোল্টেজ গুজরাট! গণনার শুরু থেকেই গেরুয়া ঝড় অব্যাহত, প্রথমবার গুজরাটে খাতা খুলেছে আপ

আত্রেয়ী সেন

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১০:৩৪ এএম | আপডেট: ডিসেম্বর ৮, ২০২২, ০৪:৫৪ পিএম

হাইভোল্টেজ গুজরাট! গণনার শুরু থেকেই গেরুয়া ঝড় অব্যাহত, প্রথমবার গুজরাটে খাতা খুলেছে আপ
হাইভোল্টেজ গুজরাট! গণনার শুরু থেকেই গেরুয়া ঝড় অব্যাহত, প্রথমবার গুজরাটে খাতা খুলেছে আপ / প্রতীকী ছবি

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ আজ হাইভোল্টেজ গুজরাটের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যেই গুজরাট বিধানসভার ১৮২ আসনে গণনা শুরু হয়েছে। আর গণনার প্রথম থেকেই গেরুয়া ঝড় উঠেছে। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ১৪৮টি কেন্দ্রে এগিয়ে রয়েছে মোদী-শাহর দল বিজেপি। অন্যদিকে, মাত্র ৩৩টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

প্রথমবার ভোটে লড়ে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ এগিয়ে রয়েছে ৯টি আসনে। কংগ্রেস টক্কর দেওয়ার চেষ্টা করলেও, আপ সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে, এই প্রথমবার গুজরাটে খাতা খুলল কেজরিওয়ালের আপ। উল্লেখ্য, ১৮২ আসনের গুজরাট বিধানসভার ম্যাজিক ফিগার ৯২। এই ট্রেন্ড শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে গুজরাটে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, এদিন সকাল ৮ টা থেকেই গুজরাট বিধানসভার ভোট গণনা শুরু হয়। কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়। আর শুরু থেকেই ঝড়ের গতিতে এগোতে থাকে বিজেপি। সকাল সাড়ে ৮ টার মধ্যেই বিজেপি সেঞ্চুরি পেরিয়ে যায়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য এই গুজরাট। স্বাভাবিকভাবেই, এই রাজ্য কার দখলে যাবে, সেদিকে নজর রয়েছে গোটা দেশের। তবে, বিগত ২৭ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। সপ্তমবারেও বিজেপি ক্ষমতার সিংহাসন ধরে রাখতে পারবে নাকি তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেবে আপ ও কংগ্রেস, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও গত ১ ও ৫ ডিসেম্বর-দুই দফায় গুজরাটে ভোটগ্রহণের পরই প্রতিটি বুথ ফেরৎ সমীক্ষায় বিজেপির ফের গুজরাটের ক্ষমতায় ফিরে আসার ইঙ্গিত মেলে। সেই ফলই এবার মিলে যেতে শুরু করেছে। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষার ফলে বলা হয়েছিল কংগ্রেস কিছুটা টক্কর দিলেও আম আদমি পার্টির ফল খুবই খারাপ হবে। বাস্তবেও তেমনই দেখা যাচ্ছে।

গুজরাটে গত ১ ডিসেম্বর, প্রথম দফায় ভোট পড়েছে ৬৩.৩১ শতাংশ। আর ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় ৬৫.৩০ শতাংশ ভোট পড়েছে। দুই দফা মিলিয়ে গুজরাটে মোট ৬৪.৩৩ শতাংশ ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গণনার জন্য রাজ্যের মোট ৩৩টি জেলায় ৩৭টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এবারের ভোটের আগে বিজেপির রাজ্য নেতৃত্বকে ১৫০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা গুজরাটের ভূমিপুত্র অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, আজ যা ট্রেন্ড, সেটা বজায় থাকলে সেই সংখ্যা পেরিয়ে যেতে পারে পদ্ম শিবির।