শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এবার ভারতীয় রেল আরও ৫০ টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে! কবে থেকে? রইলো তালিকা

০৫:৩৪ পিএম, জুন ১৮, ২০২১

এবার ভারতীয় রেল আরও ৫০ টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে! কবে থেকে? রইলো তালিকা

বংনিউজ২৪x৭ ডেস্কঃ দেশব্যাপী ভয়াবহ আকার নিয়েছে মারণ করোনা। তবে বর্তমানে হ্রাস পেয়েছে সংক্রমণের সংখ্যা। এবং বৃদ্ধি পাচ্ছে সুস্থতার হারও। করোনার দ্বিতীয় ঢেউয়ে রূপ পরিবর্তন করে, আরও ভয়ানক চেহারা নিয়ে চলেছে। করোনার ভয়াবহ পরিস্থিতিকে সামাল দিতে ইতিমধ্যেই ভারতীয় রেল বন্ধ করেছিল একাধিক স্পেশাল ট্রেন সহ এক্সপ্রেস ট্রেনও। এছাড়া রাজ্যেও প্রায় ২ মাস বন্ধ রয়েছে মেট্রো সহ লোকাল ট্রেন চলাচল। চালু রয়েছে কিছু স্টাফ স্পেশাল ট্রেন। যাতে জরুরি বিভাগে কর্মরত কর্মীরা যাতায়াত করছেন।

তবে বর্তমানে দেশ সহ রাজ্যের করোনা পরিস্থিতি কিছুটা আয়ত্তে এসেছে। আর এরইমাঝে ভারতীয় রেল ২১ শে জুন থেকে চালু করতে চলেছে ৫০ টি বিশেষ ট্রেন, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল। এছাড়া রাজ্যেও বেশকিছু ট্রেন চালু হতে চলেছে বলে জানা গেছে। একনজরে ট্রেনের তালিকা দেখে নেওয়া যাক..

২১ শে জুন থেকে প্রতিদিন চালু থাকবে - ট্রেন নম্বর ০২০১৭ দেহরাদূন-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০১৮ নয়াদিল্লি-দেহরাদূন শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০০৫ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০১১ নয়াদিল্লি-কালকা শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০১২ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলি। ২২ শে জুন থেকে প্রতিদিন চালু থাকবে- ট্রেন নম্বর ০২০০৬ কালকা-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস। ২২ শে জুন থেকে বুধবার ছাড়া প্রতিদিন চালু থাকবে - ট্রেন নম্বর ০২০৪৫ নয়াদিল্লি-চণ্ডীগড় শতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০৪৬ চণ্ডীগড়-নয়াদিল্লি শতাব্দী এক্সপ্রেস ইত্যাদি ট্রেন গুলি। এবং ২৫ জুন থেকে গোরক্ষপুর - বান্দ্রা টার্মিনাস পর্যন্ত গৃষ্মকালীন বিশেষ ট্রেন চালু হতে চলেছে বলেও জানা গেছে।

[caption id="attachment_19195" align="alignnone" width="1280"] এবার ভারতীয় রেল আরও ৫০ টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে! কবে থেকে? রইলো তালিকা এবার ভারতীয় রেল আরও ৫০ টি বিশেষ ট্রেন চালু করতে চলেছে! কবে থেকে? রইলো তালিকা [/caption]

অন্যদিকে ১ জুলাই থেকে প্রতিদিন চালু থাকবে - ট্রেন নম্বর ০২০১৩ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০১৪ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস ইত্যাদি ট্রেন গুলি। ২ জুলাই থেকে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন চালু থাকবে ট্রেন নম্বর ০২০২৯ নয়াদিল্লি-অমৃতসর জনশতাব্দী এক্সপ্রেস, ট্রেন নম্বর ০২০৩০ অমৃতসর-নয়াদিল্লি জনশতাব্দী এক্সপ্রেস ইত্যাদি ট্রেন গুলি। ২ জুলাই থেকে মঙ্গলবার, শুক্রবার ও রবিবার চালু থাকবে ট্রেন নম্বর ০২২৬৫ দিল্লি সরাই রোহিল্লা-জম্মু তাওয়াই দুরন্ত এক্সপ্রেস। এবং ৩ জুলাই থেকে মঙ্গলবার, শুক্রবার ও রবিবার চালু থাকবে ট্রেন নম্বর ০২২৬৬ জম্মু তাওয়াই-দিল্লি সরাই রোহিল্লা দুরন্ত এক্সপ্রেস। এছাড়া চালু হবে ট্রেন নম্বর ০৫২৬৯ মুজাফফরপুর-আহমদাবাদ - ট্রেন নম্বর ০৫২৭০ আহমেদাবাদ-মুজাফফরপুর স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০৩২৫৯ পাটনা-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস - ট্রেন নম্বর ০৩২৬০ – ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস-পাটনা স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর ০২৬১৯/ ০২৬২০ মঙ্গালোর সেন্ট্রাল-লোকমান্য তিলক টার্মিনাস (মঙ্গালোর) ইত্যাদি ট্রেন।

অন্যদিকে বাংলায় চালু হতে চলেছে- কলকাতা-হলদিবাড়ি স্পেশাল, হলদিবাড়ি -কলকাতা স্পেশাল, কলকাতা-বালুরঘাট স্পেশাল, বালুরঘাট-কলকাতা স্পেশাল, হাওড়া-কাটিহার স্পেশাল, হাওড়া-রাঁচি শতাব্দী স্পেশাল, রাচি-হাওড়া শতাব্দী স্পেশাল, কাটিহার-হাওড়া স্পেশাল, হাওড়া -রক্সৌল স্পেশাল, হাওড়া -ভোপাল স্পেশাল, হাওড়া -গুয়াহাটি স্পেশাল, হাওড়া -আগরতলা স্পেশাল, হাওড়া -দেরাদুন স্পেশাল, হাওড়া -লালকুয়া স্পেশাল, হাওড়া -যোগনগরি ঋষিকেশ স্পেশাল, হাওড়া ও শিয়ালদহ -বিকানির স্পেশাল, শিয়ালদা ও হাওড়া-নয়াদিল্লি এসি স্পেশাল, শিয়ালদা -আলিপুরদুয়ার ও নিউ আলিপুরদুয়ার স্পেশাল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল, নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল, শিয়ালদহ -জয়নগর স্পেশাল, শিয়ালদা -বালিয়া স্পেশাল ইত্যাদি ট্রেনগুলি।