বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ

০১:৪৫ পিএম, জুলাই ২০, ২০২১

ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ

অবশেষে ভারতীয় শিবিরে স্বস্তি! করোনা মুক্ত হলেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। এতদিন আইসোলেশনে থাকলেও এখন পুরোপুরি রোগমুক্ত তিনি৷ সূত্রের খবর, মাঠে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন ঋষভ। শীঘ্রই নাকি তিনি যোগ দিতে চলেছেন দলে। ২০ জুলাই, মঙ্গলবার থেকেই তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে।

[caption id="attachment_23019" align="alignnone" width="960"]ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant[/caption]

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর দেশে ফেরেনি ভারতীয় ক্রিকেট দল৷ আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই দেশের মাটিতেই খেলা হবে টেস্ট সিরিজ। তার আগে ২০ দিনের ছুটি কাটাচ্ছিলেন ভারতীয় দলের সদস্যরা৷ এসবের মাঝেই করোনা হানা দিয়েছিল ভারতীয় শিবিরে৷ আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থ সহ দলের আরও সদস্য। এতদিন আইসোলেশনে ছিলেন তাঁরা৷ তবে স্বস্তির খবর, আপাতত করোনা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ঋষভ। আইসোলেশন থেকেও মুক্তি মিলেছে।

[caption id="attachment_23020" align="alignnone" width="960"]ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant[/caption]

আজ থেকেই কাউন্টি সিলেক্ট টিমের বিরুদ্ধে তিন দিনের প্র্যাকটিস ম্যাচে নামছে ভারতীয় টিম। করোনা আক্রান্ত থাকায় দলের সঙ্গে ডারহ্যামে যেতে পারেননি ঋষভ। তবে আজই ভারতীয় দলে যোগ দেওয়ার কথা তাঁর। যদিও দলে ফিরলেও আজ কাউন্টি চ্যাম্পিয়নশিপের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না পন্থের। ভারতীয় বোর্ডের মতে, প্রথম টেস্টের আগে পন্থের ম্যাচ ফিট হওয়াটা অনেক বেশি জরুরি। তাই আপাতত বিশ্রামে থাকবেন তিনি। সম্ভবত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগে ফিট হয়ে যাবেন পন্থ।

[caption id="attachment_23023" align="alignnone" width="960"]ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant ভারতীয় ক্রিকেট শিবিরে স্বস্তি! করোনা মুক্ত ঋষভ পন্থ / Image Credit: Facebook @ImRishabPant[/caption]

অন্যদিকে, আগামী ৪ আগস্ট থেকে নটিংহ্যামে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট। সেখানে উইকেট রক্ষক হিসেবে থাকার কথা ঋষভ পন্থ এবং ঋদ্ধিমান, দু’জনেরই। এদিকে পন্থের আইসোলেশন শেষ হলেও ঋদ্ধিমান এখনও আইসোলেশনে। তবে আশা করা যাচ্ছে, প্রথম টেস্টের আগেই ফিট হয়ে যাবেন দু'জন৷ পন্থ এবং ঋদ্ধিমান, দুই উইকেট রক্ষককে হাতিয়ার করেই প্রথম টেস্ট যুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।