বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইন্দোনেশিয়ার রাস্তা জুড়ে থইথই করছে লাল রঙের জল! নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত নেটিজেনরা

০৩:৩৩ এএম, ফেব্রুয়ারি ৮, ২০২১

ইন্দোনেশিয়ার রাস্তা জুড়ে থইথই করছে লাল রঙের জল! নেটদুনিয়ায় ভিডিও ভাইরাল হতেই আতঙ্কিত নেটিজেনরা
সারা রাস্তা জুড়ে ভেসে চলেছে টকটকে লাল রঙের জল। একঝলক দেখলে মনে হতে বাধ্য, যেন এখনই কোনও ভয়ংকর রক্তাক্ত কাণ্ড ঘটে গিয়েছে! কিন্তু তার মধ্যে দিয়েই হেঁটে চলেছেন সাধারণ মানুষ। পারাপার করছে গাড়িও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও নজর কেড়েছে নেটজেনদের। তবে এই লাল জলের পিছনে রয়েছে কী রহস্য? সম্প্রতি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পেকালোংগান গ্রামের এই দৃশ্যে রীতিমতো আঁতকে উঠেছেন নেটজনতা। প্রশ্ন তুলেছেন, তাহলে কি জলে মিশল রক্ত? নাহলে এরকম লাল রঙ হল কেন জলের? অবশ্য তারপরই সামনে এল আসল সত্য। ইন্দোনেশিয়ার ওই গ্রামে কাপড়ের প্রিন্টিংয়ের কাজ চলে। সম্ভবত যা বাটিকের কাজ। সেখান থেকে জলে এসে মিশেছে লাল রঙ। সম্প্রতি সেই এলাকা বন্যা হওয়ার দরুন উপচে পড়েছে জলের স্রোত। সেই জলেই মিশে একাকার বাটিকের লাল রঙ। [embed]https://twitter.com/alexjourneyID/status/1357965477293694980[/embed] অবশ্য সংবাদমাধ্যমের ধারণা, কেউ ইচ্ছে করেই জলে মিশিয়ে দিয়েছেন সেই লাল রঙ। ফলে সারা অঞ্চল ডুবে গিয়েছে লাল জলে। অবশ্য এর আগেও সেখানেরই একট গ্রামে বন্যার জলে সবুজ রঙ ঢেলে দেওয়া হয়েছিল। এমনকি বেগুনি রঙের জলেরও দেখা মিলেছে আগে। তাই এই ঘটনা প্রায়শই ঘটে সেখানে। সাধারণ মানুষেরও বেশ গা সওয়া হয়ে গিয়েছে তা। অবশ্য নেটদুনিয়া থোড়াই অতশত জানত! ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল তামাম নেটজনতা। তবে সত্যিটা প্রকাশ পেতেই স্বস্তির নিশ্বাস ফেলেন সবাই। [embed]https://twitter.com/alexjourneyID/status/1358218037975896064[/embed]