শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা! পদ্মা সেতুতে ওঠার মুখে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৭

আত্রেয়ী সেন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩, ১২:৪৩ পিএম | আপডেট: মার্চ ১৯, ২০২৩, ১২:৪৩ পিএম

রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা! পদ্মা সেতুতে ওঠার মুখে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৭
রবিবাসরীয় সকালে ভয়াবহ দুর্ঘটনা! পদ্মা সেতুতে ওঠার মুখে খাদে যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ১৭

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রবিবাসরীয় ছুটির সকাল ভয়াবহ দুর্ঘটনা ঘটল। পদ্মা সেতুতে ওঠার মুখে খাদে পড়ল যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। জানা গিয়েছে, বাসটি ধাকার উদ্দেশে যাচ্ছিল। পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। মাদারীপুর জেলার কুতুবপুর এলাকাতেই গর্তে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৪ টে নাগাদ খুলনার ফুলতলা থেকে ইমাদ পরিবহনের বাসটি ছাড়ে। সকাল সাড়ে ৭ টা নাগাদ পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল বাসটি। এরপর মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে। এরপরই বাসটি রেলিং ভেঙে পাল্টি খেতে খেতে খাদে পড়ে যায়।

এদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজ শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনেও। পড়ে পুলিশ ও দমকলের কর্মীরা একসঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। সকাল ৯ টা পর্যন্ত ১৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে। পরে আবার হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন। সেই জন্য মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।