শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ডেনমার্কের প্রবাসী ভারতীয়দের কাছে মোদী রাখলেন বিশেষ আবদার! কী এমন চাইলেন?

আত্রেয়ী সেন

প্রকাশিত: মে ৩, ২০২২, ১০:৫৬ পিএম | আপডেট: মে ৪, ২০২২, ০৪:৫৬ এএম

ডেনমার্কের প্রবাসী ভারতীয়দের কাছে মোদী রাখলেন বিশেষ আবদার! কী এমন চাইলেন?
ডেনমার্কের প্রবাসী ভারতীয়দের কাছে মোদী রাখলেন বিশেষ আবদার! কী এমন চাইলেন?

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন। সেখানেই ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষে প্রবাসী ভারতীয়দের নিকট বিশেষ আবদার রাখলেন মোদী। এদিন প্রধানমন্ত্রী ইউরোপ সফরের দ্বিতীয় দিনে পৌঁছান ডেনমার্কে। সেখানে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে সকলের কাছে একটি আবেদন রাখেন প্রধানমন্ত্রী। 

অনুষ্ঠানে উপস্থিত সকল প্রবাসী ভারতীয়দের কাছে প্রধানমন্ত্রী তাঁর আবদার জানানোর আগে কিছুটা ঘুরিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আপনাদের কাছে একটা ছোট্ট আবদার রাখব। যদি আপনারা কথা দেন, তবেই আমি অনুরোধ রাখব। না হলে নয়।’ এরপরই তিনি বলেন, ‘আপনারা হয়ত ভাবছেন প্রধানমন্ত্রী বিদেশে এসে আবার কী চেয়ে বসলেন, ভয় পাবেন না, বেশি কিছু চাইব না আপনাদের থেকে।’ 

এরপর সব হেঁয়ালি দূর করে কোপেনহেগেনে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী সকলের উদ্দেশ্যে তাঁর অনুরোধ প্রসঙ্গে বলেন, ‘প্রতিবছর ৫ জন বিদেশিকে ভারত ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করুন। তাঁদের বোঝান ভারতের প্রতিটি কোণায় কী কী সম্পদ লুকিয়ে রয়েছে। আর এই কাজটা মোটেও বিদেশে থাকা ভারতীয় দূতাবাসের নয়। দূতাবাস তো থাকবেই। কিন্তু, আপনারাই এক একজন রাষ্ট্রদূত। বিশ্বের চারপাশে এই রাষ্ট্রদূতেরা ছড়িয়ে রয়েছে। আপনারাই ভারতকে বিশ্বের দরবারে চিনিয়ে দিতে সক্ষম। তাই আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখুন।’ প্রধানমন্ত্রীর এই অনুরোধ শোনার পরই গোটা হল করতালিতে ভরে ওঠে। 

অন্যদিকে, এদিন প্রবাসী ভারতীয়দের সম্মুখে দেশের উন্নয়নের, সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, ‘ভারত তথ্য প্রযুক্তির ব্যবহারে অনেক এগিয়ে গিয়েছে। ইন্টারনেট কানেকশন এখন গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে। মাথা পিছু ইন্টারনেটের ব্যবহার বেড়েছে দেশে। কোভিডের সময় ভারত গোটা বিশ্বকে দিশা দেখিয়েছে। দেশের উন্নতির অর্থ বিশ্বের উন্নয়ন। জৈব জ্বালানি কৃষকদের আয় বাড়িয়েছে। ভারতের কাছে নদী মাতৃতুল্য। আর তাই পরিবেশ বাঁচাতে ভারত অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা চাই ভারতে বিনিয়োগ করুক ড্যানিশ কোম্পানি। এখানে যেভাবে আপনারা আমাকে অভ্যার্থনা জানিয়েছেন, তাতে আমি আপ্লুত। ভারতবাসী যে কোনও জায়গায় গেলেই সততার সঙ্গে কাজ করে। আপনারাই তার জ্বলন্ত প্রমাণ। আমাদের ভাষা অনেক, মনের ভাব এক। ভাষা আলাদা হলেও আমাদের সংস্কৃতি এক।’