শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

IPL- এ দিল্লির কাছে হার চেন্নাইয়ের! কতটা বদলালো পয়েন্ট টেবিল? শীর্ষে কোন দল?

১১:২৮ এএম, অক্টোবর ৫, ২০২১

IPL- এ দিল্লির কাছে হার চেন্নাইয়ের! কতটা বদলালো পয়েন্ট টেবিল? শীর্ষে কোন দল?

আইপিএলে সোমবার টেবিল টপার চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল দু নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালসের। তবে দিল্লির কাছে হেরে বসল চেন্নাই। তার প্রভাব পড়ল পয়েন্ট তালিকাতেও। এক নম্বর স্থান আর ধরে রাখতে পারলেন না ধোনিরা। বরং এক ধাপ নেমে দুই নম্বরে পিছলে গেলেন তাঁরা। ১৩ ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট এখন ১৮। অন্যদিকে জয়ের ফলে শীর্ষ স্থানে উঠে এলেন ঋষভ পন্থরা। ১৩ ম্যাচে দিল্লির পয়েন্ট এখন ২০।

উল্লেখ্য, এদিন দুবাইয়ের স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ। এদিন প্রথম থেকেই নড়েবড়ে দেখিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং। গত ম্যাচের সেঞ্চুরিয়ন ঋতুরাজ গায়কোয়াড় এদিন মাত্র ১৩ রান করে আউট হন। অন্যরাও বিশেষ রান পাননি। একমাত্র চেষ্টা করেন অম্বাতি রায়াডু। ৪৩ বলে গুরুত্বপূর্ণ ৫৫ রান করেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিতও ছিলেন। মূলত তাঁর ব্যাটিংয়েই ভর করে ৫ উইকেটে ১৩৬ রান তোলে সিএসকে৷

জবাবে রান তাড়া করতে নেমে একটা সময় দিল্লি ১৫ ওভারেই ৯৯ রানে ৫ উইকেট খুঁইয়ে বসে। তবে দলকে বৈতরণী পার করে দেন শিমরন হেটমেয়ার। শেষ পর্যন্ত দু'বল বাকি থাকতেই ১৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। আর এই জয় তাদের পৌঁছে দিল পয়েন্ট তালিকার শীর্ষেও।

https://twitter.com/IPL/status/1445083941984108553?t=CqvxfNM68rQRR6cF4LOsQg&s=19

প্রসঙ্গত, চেন্নাই ও দিল্লি, দু'দলই ইতিমধ্যে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুও। তারা রয়েছে তিন নম্বরে। পয়েন্ট টেবিলের চার নম্বরে এই মুহূর্তে রয়েছে কেকেআর। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১২৷ তবে প্লে অফ এখনও নিশ্চিত হয়নি। চতুর্থ স্থানে পৌঁছে প্লে অফে যাওয়ার লড়াইতে কেকেআরের সঙ্গে রয়েছে রাজস্থান, মুম্বই ও পাঞ্জাব৷ মুম্বই ও রাজস্থানের হাতে এখনও দুটি করে ম্যাচ রয়েছে। অন্যদিকে কেকেআর ও পাঞ্জাবের সামনে রয়েছে আর মাত্র একটি করে ম্যাচ৷