বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

IPL-এ পর পর জোড়া ম্যাচে হার মুম্বইয়ের! তবু আশা হারাতে রাজি নন ক্যাপ্টেন রোহিত শর্মা

০৭:০১ পিএম, সেপ্টেম্বর ২৪, ২০২১

IPL-এ পর পর জোড়া ম্যাচে হার মুম্বইয়ের! তবু আশা হারাতে রাজি নন ক্যাপ্টেন রোহিত শর্মা

আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। তবে ২০২১-এর আইপিএলে মুম্বইয়ের সেই ছটা যেন কিছুটা ম্লান! দ্বিতীয় পর্বের আইপিএলে প্রথমে চেন্নাই ও তারপর কলকাতা, পর পর দু'ম্যাচে হেরে কিছুটা যেন ব্যাকফুটে মুম্বই। পয়েন্ট টেবিলেও প্রথম চার থেকে ছিটকে গিয়েছে দল৷ তবু এত কিছুর পরও আশা হারাতে নারাজ দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। শেষ চারে পৌঁছানোর কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। তাই দলকে মোটিভেট করতে প্রস্তুত তিনি।

আসলে মুম্বইয়ের সমস্যার জায়গা হচ্ছে মিডল অর্ডার। ওপেনাররা দুর্দান্ত শুরু করলেও যখনই মিডল অর্ডারের কাছে দলের হাল টানার ভার আসছে, তখনই তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছেন ব্যাটাররা। রোহিতের কথায়, নিজেদের মিডল অর্ডার ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। সূর্যকুমার, ঈশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, এখনও কেউই সেভাবে বড় রান করতে পারেননি। বিধ্বংসী পোলার্ডও এখনও ব্যাটে ঝড় তুলতে ব্যর্থ। ফলে দারুণ শুরু করেও শেষে এসে তীরে তরী ডুবছে মুম্বইয়ের।

[caption id="attachment_33260" align="alignnone" width="1080"]IPL-এ পর পর জোড়া ম্যাচে হার মুম্বইয়ের! তবু আশা হারাতে রাজি নন ক্যাপ্টেন রোহিত শর্মা / Image Source: Instagram @mumbaiindians IPL-এ পর পর জোড়া ম্যাচে হার মুম্বইয়ের! তবু আশা হারাতে রাজি নন ক্যাপ্টেন রোহিত শর্মা / Image Source: Instagram @mumbaiindians[/caption]

তবে অতীতেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে আরব সাগর পাড়ের দলটি। পর পর হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে মুম্বইয়ের। তাই রোহিত শর্মার পরিষ্কার বার্তা, ঘুরে দাঁড়াতেই হবে। ভুল করার মতো আর জায়গা নেই। পরবর্তী ম্যাচগুলি জিততে না পারলে আরও কঠিন হয়ে যাবে প্লে অফের রাস্তা। তাই দলকে তাতিয়ে সেরাটা বের করে নেওয়াই এখন রোহিতের লক্ষ্য।

প্রসঙ্গত, আইপিএলের দ্বিতীয় পর্বের শুরু ম্যাচেই ধোনির চেন্নাইয়ের কাছে ২০ রানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারপর বৃহস্পতিবারই, কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হার। বর্তমানে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে মুম্বই। আগামী রবিবার তাই বিরাট কোহলির আরসিবি-র বিরুদ্ধে কঠিন পরীক্ষা মুম্বইয়ের। ওই ম্যাচটা জেতার লক্ষ্যেই আপাতত ঝাঁপাবে রোহিত ব্রিগেড।