বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কানপুরে খেলা শেষে গ্যালারি সাফ করলেন IPS অফিসার! প্রশংসায় ভরে উঠল নেটদুনিয়া

০৭:৫৬ পিএম, নভেম্বর ২৭, ২০২১

কানপুরে খেলা শেষে গ্যালারি সাফ করলেন IPS অফিসার! প্রশংসায় ভরে উঠল নেটদুনিয়া

বৃহস্পতিবার থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা হচ্ছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। তবে বাইশ গজের যুদ্ধের বাইরে এবার ফের একবার খবরের শীর্ষে এল এই স্টেডিয়াম। সৌজন্যে এক আইপিএস অফিসার। টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষের পর নিজের হাতে কানপুর স্টেডিয়ামের গ্যালারি সাফ করলেন ওই অফিসার।

জানা গিয়েছে, ওই আইপিএস অফিসারের নাম অসীম অরুণ। তাঁর কানপুরের গ্যালারি সাফ করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের হাতে গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিকের টুকরো, জলের বোতল ইত্যাদি নোংরা আবর্জনা তুলে ডাস্টবিনে ফেলছেন তিনি। তাঁর এমন কাজ ইতিমধ্যেই নেটিজেনদের দারুণ প্রশংসা কুড়িয়েছে।

[caption id="attachment_41624" align="alignnone" width="1280"]কানপুরে খেলা শেষে গ্যালারি সাফ করলেন IPS অফিসার! প্রশংসায় ভরে উঠল নেটদুনিয়া কানপুরে খেলা শেষে গ্যালারি সাফ করলেন IPS অফিসার! প্রশংসায় ভরে উঠল নেটদুনিয়া[/caption]

কিন্তু হঠাৎ সাফাইকর্মীর ভূমিকায় কেন দেখা গেল আইপিএস অফিসারকে? আসলে কানপুর টেস্টের প্রথম দিন বেশ কিছু কমবয়সী ছেলেমেয়ে স্টেডিয়ামের গ্যালারিতে সাফাই অভিযান চালান। তাঁরা গ্যালারিতে পড়ে থাকা আবর্জনা তুলে যথাস্থানে ফেলে গ্যালারি সাফ করেন। ওই ছেলেমেয়েগুলির এমন কাজের প্রশংসা করেছিলেন আইপিএস অফিসার অসীম অরুণ। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে তাঁদের বাহবাও দেন ওই অফিসার।

https://twitter.com/iamutkarshgupt/status/1463894901293142017?t=J9JRt_UkL8BhbEFrD3QTew&s=19

এরপরই অসীম অরুণ নামক ওই অফিসার জানান, পরদিন তিনি নিজেও স্টেডিয়ামে এসে ছেলেমেয়েগুলির সঙ্গে সাফাই অভিযানে অংশ নেবেন। যেমন কথা তেমন কাজ! টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে তাই নিজের হাতে গ্যালারি পরিস্কার করলেন তিনি। সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াও ভরে উঠল তারিফে।