মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

এবার কলকাতার ভোটার তালিকায় মিঠুন! তাহলে কী তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন? জল্পনা তুঙ্গে

১২:০৮ পিএম, মার্চ ২২, ২০২১

এবার কলকাতার ভোটার তালিকায় মিঠুন! তাহলে কী তিনি বিজেপির প্রার্থী হতে চলেছেন? জল্পনা তুঙ্গে

বংনিউজ২৪x৭ ডেস্কঃ রাজ্যের দৌড়গোড়ায় ২০২১ এর বিধানসভা ভোট। রাজ্যের শাসক দলে কে আধিপত্ত বিস্তার করবে তা নিয়ে চলছে রাজনৈতিক বিরোধ। রাজনৈতিক দলগুলি তাঁদের অবস্থান পাকাপক্ত করতে আসরে নেমে পড়েছে। আর এবার নির্বাচনের আগেই বিজেপি শিবিরে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভাতেই বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। ব্রিগেডের মঞ্চে মিঠুনকে স্বাগত জানান বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মিঠুনকে ঘিরে উচ্ছাস দেখা যায় সমর্থকদের মধ্যে।

প্রসঙ্গত ইতিমধ্যেই কয়েক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এমনকি বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারও প্রকাশ করে ফেলেছে। তবে বর্তমানে সদ্য যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী কী রাজ্যের বিজেপির প্রার্থী তালিকায় আসতে চলেছে! তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই কলকাতার ভোটার হয়েছেন। জানা গেছে কাশীপুর-বেলগাছিয়া এলাকায় তাঁর বোনের বাড়ির ঠিকানা থেকেই তিনি ভোটার হয়েছেন। আর সেকারণেই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তাহলে কী বিজেপির প্রার্থী হতে চলেছেন আসন্ন নির্বাচনে! উল্লেখ্য উত্তর কলকাতার ২২/১৮০ রাজা মণীন্দ্র রোডে একসময় মহাগুরু থাকতেন। তবে এখন সেই বাড়িতে তাঁর বোন শর্মিষ্ঠা সরকার থাকেন বলে জানা যায়।

অন্যদিকে এবিষয়ে তাঁর বোন শর্মিষ্ঠা সরকার জানান, কাজের সূত্রে তাঁর দাদা কলকাতা এলে কলকাতার এই বাড়িতেই থাকতেন তিনি। তবে প্রার্থী হিসেবে বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কী না সে বিষয়ে কিছুই জানান নি শর্মিষ্ঠা। উল্লেখ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছেন। আগামী ২৭ মার্চ থেকেই বাংলার শুরু হবে নির্বাচন। এবার বিজেপির প্রার্থী তালিকায় রয়েছে বেশকিছু নতুন তারকা। তারকাদের যোগদান কতটা প্রভাব ফেলবে নির্বাচনে তা সময় বলবে। কে হবে বাংলার শাসক? কে হাসবে শেষ হাসি তা শুধুমাত্র নির্বাচনের ফলাফলই বলবে। শেষমেশ কে বাংলার শাসকের স্থান দখল করবে তা দেখার জন্য অপেক্ষায় রাজনৈতিক মহল সহ জনগন।