শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর উপত্যকা! সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন দুই জওয়ান-সহ ৪ জন

০৪:৫৭ পিএম, জুন ১২, ২০২১

ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর উপত্যকা! সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারালেন দুই জওয়ান-সহ ৪ জন

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েকদিনের বিরতি। করোনা আবহে এদিন ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর উপত্যকা। শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপোরের আরামপোরায় প্রধান বাজারে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের চেকপোস্ট লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় পাক- মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, দুই পুলিশকর্মী এবং দু’জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এই হামলার ঘটনায়। আহত হয়েছেন আরও দুই নিরাপত্তা আধিকারিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর, গোটা অঞ্চল ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যেই জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু হয়ে গেছে। নিরাপত্তারক্ষীদের সন্দেহ, তারা ওই অঞ্চলেই লুকিয়ে আছে। এক সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘এই হামলার পিছনে আছে লস্কর-ই-তইবা।’

এদিকে পুলিশ সূত্রে খবর, আজ বেলা ১২ টা নাগাদ এই জঙ্গি হামলার ঘটনা ঘটে। সোপোরের জনবহুল অঞ্চলে বাজারের পাশে নাকা চেকিং করছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। সেসময়ই আচমকা তাঁদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে লস্কর জঙ্গিরা। এই ঘটনার পর, আরও বেশি করে সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্রের খবর, সোপোরের শালিমার কলোনির মঞ্জুর আহমেদ সালাহ এবং মহারাজপোরার বাসিন্দা বশির আহমেদ নামে দুই বাসিন্দা মারা গিয়েছেন। এছাড়া সওকত আহমেদ এবং ওয়াসিম আহমেদ নামে দুই আধিকারিক শহিদ হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন মুকেশ কুমার এবং দানিশ নামে আরও দুই নিরাপত্তা আধিকারিক।

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ট্যুইট করে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, ‘সোপোর থেকে ভয়ঙ্কর খবর আসছে। এই ধরনের হামলা অবশ্যই নিন্দার। আহতদের জন্য প্রার্থনা করছি এবং যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

https://twitter.com/OmarAbdullah/status/1403619113814040581

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর পিপল’স কনফারেন্সের এক মুখপাত্র এই জঙ্গি হামলার নিন্দা করে বলেছেন, ‘এই হামলা কাপুরুষোচিত। নির্বোধের মতো হামলা চালিয়েছে জঙ্গিরা। যাঁরা এই হামলায় প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই। আমরা সবার জন্য প্রার্থনা করছি। আমরা শোকগ্রস্ত পরিবারগুলির পাশে আছি। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সোপোরের ওয়ারপোরা অঞ্চলে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই হয়। ২-৩ জন জঙ্গির ওই এলাকায় আত্মগোপন করে থাকার খবর পেয়ে, অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাও পাল্টা জবাব দেন। এই ঘটনার পাশাপাশি ওই একইদিনে শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়।