বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দেশের জার্সিতে ফের উজ্জ্বল বুমরাহ! চাহালকে পিছনে ফেলে গড়লেন এই অনন্য রেকর্ড

০২:৩৭ পিএম, নভেম্বর ৬, ২০২১

দেশের জার্সিতে ফের উজ্জ্বল বুমরাহ! চাহালকে পিছনে ফেলে গড়লেন এই অনন্য রেকর্ড

দেশের জার্সিতে ফের উজ্জ্বল নজির জসপ্রীত বুমরাহ'র। টি-২০ বিশ্বকাপে শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে জোড়া উইকেট নিতেই গড়ে ফেললেন এক অনন্য রেকর্ডও। ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠলেন বুমরাহ।

বুমরাহ'র ঝুলিতে এখন ভারতের হয়ে ৫৪ টি-২০ ম্যাচে ৬৪টি উইকেট। চাহালের উইকেট সংখ্যা ৪৯ ম্যাচে ৬৩টি। বিশ্বকাপের শুরুতেই জল্পনা চলছিল অচিরেই হয়তো এই নজির গড়ে ফেলবেন তারকা পেসার। তবে প্রথম দু ম্যাচে সেভাবে ছন্দে ছিলেন না তিনি। শুক্রবার বিশ্বকাপের চতুর্থ ম্যাচেই স্কটিশদের বিরুদ্ধে সেই রেকর্ডে নাম লেখালেন বুমরাহ।

https://twitter.com/ICC/status/1456645067075031041?t=23vgTp2r1Ie742yGlUsUQg&s=19

উল্লেখ্য, কুড়ি ওভারের বিশ্বকাপের আগে দেশের জার্সিতে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলেছিলেন বুমরাহ। গতবছর জানুয়ারি মাসে কিউয়িদের বিরুদ্ধে ৫ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন তিনি। মাঝে আইপিএল খেললেও আন্তর্জাতিক টি-২০ আর খেলা হয়নি। প্রায় দেড় বছর পর ফের প্রত্যাবর্তন বুমরাহ'র। আর বিশ্বকাপের মতো বিশাল মঞ্চেই নতুন রেকর্ডের নজির গড়ে ফেললেন তিনি।