বংনিউজ বিনোদন ডেস্কঃ টলিউডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম নাম হল জিত। একাধিক সিনেমায় কাজ করে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। গড়ে তুলেছেন শক্তিশালী ফ্যানবেশ।

সেই সকলকে প্রিয় অভিনেতা জিতের আজ ৪২তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া শুভেচ্ছা বার্তা। সকলকে ধন্যবাদ জানানো সম্ভব নয় তাই নিজেই সোশ্যাল মিডিয়ায় লাইভ হলেন এবং কথা বললেন সকলের সাথে। সকলের ভালোবাসায় তিনি আপ্লুত।

কথা হতে হতেই উঠে এলো রাজনৈতিক প্রসঙ্গ। এক ভক্ত জিজ্ঞেস করলেন তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। প্রশ্ন করলেন তিনিও কি দেবের মত রাজনৈতিক জগতে আসবেন। উত্তরে জিত বলেন ” জানিনা ভাগ্যে কি লেখা আছে। তবে আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানিনা।”
বহুদিন যাবৎ জিতের কোনো সিনেমা আসেনি তারপর করোনা আবহে সমস্ত শুটিং এর কাজ প্রায় বন্ধ ছিল। তবে সম্প্রতি জিতের কিছু ছবি নিয়ে তোলপাড় নেট দুনিয়ায়। সাদা শার্ট, বুকের বোতাম খোলা। ছবিগুলি আপলোড হতেই মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।