বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মাধ্যমিক পাশে Indian Post Office-এ চাকরি! রইল আবেদনের বিস্তারিত তথ্য

০৭:২০ পিএম, মার্চ ১৬, ২০২১

মাধ্যমিক পাশে Indian Post Office-এ চাকরি! রইল আবেদনের বিস্তারিত তথ্য

এবার মাধ্যমিক পাশ করলেই মিলবে সরকারি চাকরি। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগে (India Post) বিভিন্ন শূন্য পদে প্রার্থী নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রামীণ ডাক সেবক, ABPM & BPM, Staff Car Driver, Ridder Dispatcher এবং Skilled Artisans ইত্যাদি পদে মিলবে চাকরির সুযোগ। শূন্য পদের সংখ্যা ২৫৫৮। কীভাবে করবেন আবেদন? শিক্ষাগত যোগ্যতাই বা কী? আসুন জেনে নেওয়া যাক আবেদনের বিস্তারিত তথ্য...

১. শিক্ষগত যোগ্যতাঃ প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক পাশ হতেই হবে। পাশাপাশি অঙ্ক, ইংরাজি ও স্থানীয় ভাষাতেও সমান সাচ্ছন্দ্য থাকতে হবে। এই বিষয়গুলিতে অন্তত পাশ মার্ক আবশ্যিক।

২. বয়স সীমাঃ আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতির ক্ষেত্রে বয়স সীমা বাড়বে।

৩. আবেদন পদ্ধতিঃ আবেদন করার জন্য https://indiapostgdsonline.in লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর রেজিস্ট্রশন স্লিপ পাওয়া যাবে। সেখানে লেখা থাকবে আবেদনকারী রেজিস্ট্রেশন নম্বর। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৮ মার্চ, ২০২১ থেকে। আবেদনের শেষ তারিখ- ০৭/০৪/২০২১।