শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

উচ্চ মাধ্যমিক পাশে PNB-তে চাকরির সুযোগ! রইল আবেদন পদ্ধতি...

০১:০৪ পিএম, ফেব্রুয়ারি ২২, ২০২১

উচ্চ মাধ্যমিক পাশে PNB-তে চাকরির সুযোগ! রইল আবেদন পদ্ধতি...
সুখবর! এবার উচ্চমাধ্যমিক পাশেই মিলবে ব্যাঙ্কে চাকরি। বিজ্ঞপ্তি জারি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কোনও প্রার্থী উচ্চমাধ্যমিক পাশ করলেই করতে পারবেন চাকরির আবেদন। তবে তাঁকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পিওন পদে চলবে নিয়োগ। জেনে নিন তার বিস্তারিত... PNB-তে পিওন পদে মােট ১৫২ টি শূন্যপদ রয়েছে। সেগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪-এর মধ্যে হতে হবে। নূন্যতম শিক্ষাগত যােগ্যতা উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য। সেই সঙ্গে ইংরাজি ভাষা পড়তে এবং লিখতেও জানতে হবে। আবেদন পদ্ধতিঃ আবেদনের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in তে গিয়ে আবেদনপত্র ডাউনলােড করতে হবে। তারপর সেটির একটি প্রিন্ট আউট বার করে তা যথাযথ পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রটির সঙ্গে প্রয়ােজনীয় নথিপত্র যুক্ত করে তা একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ ৪ মার্চ, ২০২১। ঠিকানা এবং আরও যাবতীয় বিস্তারিত তথ্য জানবার জন্য নীচের লিংকে ক্লিক করুন- pnbindia.in