শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

মোদীর সভার আগে ব্রিগেড পরিদর্শনে কৈলাস বিজয় বর্গীয়

১০:২৯ এএম, মার্চ ২, ২০২১

মোদীর সভার আগে ব্রিগেড পরিদর্শনে কৈলাস বিজয় বর্গীয়

আগামী ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। দফায় দফায় চলছে মাঠ পরিদর্শন পর্ব। আজ মঙ্গলবার মাঠ পরিদর্শনে যাবেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয় বর্গীয়। বিজেপি নেতৃত্বের দাবি, রবিবারের সভার পর বেহাল অবস্থায় পড়ে রয়েছে ব্রিগেড। সেই সমস্ত পরিস্কার পরিচ্ছন্ন করার পর সেখানে মোদীর সভায় আয়োজন করা হবে।এদিকে গতকাল সোমবারেও ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করে দেখেন বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত রবিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ-এর সংযুক্ত মোর্চা। সভা শেষ হওয়ার পরেই শুরু হয়ে যায় সাফাই অভিযান। কাজ চলে রাত পর্যন্ত। এরপর সোমবার সকালে ফের ব্রিগেডে সাফাই অভিযানে নামেন বাম কর্মী সমর্থকেরা।

গত কয়েকবছর ধরেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই কারণে সমাবেশ চলাকালিন ব্রিগেডে খাওয়া দাওয়ার ঘটনা এখন অনেকটাই কমে গিয়েছে। পরিবর্তে খাওয়া দাওয়ার পর্ব চলে ময়দান চত্বরে।