মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

'তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই যে কী, তা ভোগ করছি'! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কাঞ্চনের

০৯:৪৭ পিএম, জুলাই ৫, ২০২১

'তোমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই যে কী, তা ভোগ করছি'! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট কাঞ্চনের

সদ্য রাজনীতির ময়দানে পা রেখেছেন অভিনেতা-কৌতুকশিল্পী কাঞ্চন মল্লিক। চলতি বছরের বিধানসভা নির্বাচনে জিতে তিনি এখন উত্তরপাড়ার বিধায়ক। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। ব্যক্তিগত জীবনে স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং ‘বান্ধবী’ শ্রীময়ী চট্টরাজকে ঘিরে চলছে সম্পর্কের টানাপোড়েন। বাড়ছে বিতর্কও। এসবের মাঝেই আজ ছিল অভিনেতার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে মাকে স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন কাঞ্চন।

মায়ের প্রথম প্রয়াণ দিবসে ইনস্টাগ্রামে কাঞ্চন লিখেছেন, "এক বছর হয়ে গেলাে মায়ের আঁচল,মায়ের কোল এবং মায়ের কাধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস হারিয়ে ফেললাম। কখনাে ভাবিনি যে তােমাকে ছেড়ে বাকি জীবনটা কাটাতে হবে এবং আজকে দেখতে দেখতে ১টা বছর কেটে গেলাে। তােমাকে ছেড়ে বেঁচে থাকার লড়াই কী জিনিস সেটা ভােগ করছি! যেখানেই থেকো মা ভালাে থেকো। তােমাকে খুব মিস করছি। আই লাভ ইউ, মা।"

https://www.instagram.com/p/CQ6gBfoBIYt/?utm_medium=copy_link

নিজের মাতৃবিয়োগের পর মায়ের অভাব বোধ করলেও বিধায়ক হিসাবে নিজের কর্তব্যটুকু পালন করতে ভোলেননি কাঞ্চন। নতুন দায়িত্ব পালনে সদা ব্যস্ততায় দিন কাটছে তাঁর। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে প্রায়ই নিজের কর্মব্যস্ততার কথা জানান দিচ্ছেন উত্তরপাড়ার বিধায়ক। সেই পোস্টেই কখনও দেখা যাচ্ছে, ত্রাণ কার্যে সামিল কাঞ্চন মল্লিক। আবার কখনও উত্তরপাড়ায় আয়োজিত রক্তদান শিবিড় বা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাচ্ছে তাঁকে।

অন্যদিকে, কাঞ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও জোর বিতর্ক চলছে। বান্ধবী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে অভিনেতা তথা কৌতুক শিল্পীর সম্পর্ক নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন। এরই মধ্যে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় হুমকির অভিযোগও দায়ের করেছেন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তারপরই স্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে চেতলা থানায় অভিযোগ দায়ের করেন কাঞ্চন মল্লিকও। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মাঝেই মায়ের প্রয়াণ দিবসে আবেগপ্রবন হয়ে সোশ্যাল মিডিয়ার সঙ্গে তা শেয়ার করলেন কাঞ্চন।