
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এমন একটাও দিন থাকেনা যেখানে কঙ্গনার নাম সংবাদ মাধ্যমে উঠে আসেনা। সমস্ত বিষয়ে কঙ্গনা নির্ভয়ে নিজের মতামত প্রকাশ করতে পিছুপা হননা। বলিউডের অন্ধকার দিক, রাজনৈতিক দিক প্রায় সমস্ত দিকেই নিজের মন্তব্য প্রকাশ করেছেন ঠোঁটকাটা বলিউড কুইন। এই যুদ্ধের শুরু হয়েছিল বলিউডের অন্যতম সেরা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। কঙ্গনার একটি ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। তারপর বর্তমানে কৃষক আন্দোলনে একাধিক টুইট করে বিতর্কে জড়িয়েছেন বহুবার।
বর্তমানে মধ্যপ্রদেশে তার আগামী ছবি ধাকাড়ের শুটিং এর জন্য রয়েছেন কঙ্গনা। শুটিং এর সময় এক সমস্যার সম্মুখীন হলেন বলিউড। কঙ্গনার বক্ত্যব্য অনুযায়ী মধ্যপ্রদেশে স্থানিয় কংগ্রেস নেতারা তার শুটিং এর জন্য বাঁধা সৃষ্টি করে এমনকি তাকে বলা হয় যে তিনি কেনো কৃষি আন্দোলন সমর্থন করছেন না। কঙ্গনার সুরক্ষার কথা ভেবেই বাড়িয়ে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। এই ঘটনার তীব্র নিন্দা করেন বলিউড কুইন এবং কংগ্রেসের ওপর আরোপ দেন তারা বার বার এইরূপ আচরণ করছেন কেনো।
Police protection has been increased around me as @INCIndia workers in MP carried out a protest to stop my shoot. Congress MLA’s are saying they are protesting on behalf of farmers, which farmers gave them such a power of attorney why can’t they protest for themselves?
— Kangana Ranaut (@KanganaTeam) February 12, 2021
ঘটনাটি সম্পর্কে নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন “ আমার চারপাশে পুলিশ সুরক্ষা বাড়ানো হয়েছে @ আইএনসি ইন্ডিয়া এমপি-র কর্মীরা আমার কান্ড থামাতে প্রতিবাদ করেছিল। কংগ্রেস বিধায়করা বলছেন যে তারা কৃষকদের পক্ষে প্রতিবাদ করছেন, যে কৃষকরা তাদেরকে এতো ক্ষমতা প্রদান করেছিলেন, কেন তারা নিজের পক্ষে প্রতিবাদ করতে পারেন না?”।