
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ বলিউডে ফের খুশির হাওয়া। দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পেলেন বলিউডের বেবো ওরফে করিনা কাপুর খান। নবাব ঘরে এলো ফুটফুটে পুত্র সন্তান। দ্বিতীয় বার মাতৃত্বে করিনার কোল আলো করে এলো ফুটফুটে পুত্র সন্তান। গতকাল বিকেল ৫.৩০ টা নাগাদ মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন করিনা কাপুর।
তারপর আজ সকাল ৮.৩০ টা নাগাদ পৃথিবীর আলো দেখে তার দ্বিতীয় সন্তান। প্রসঙ্গত দ্বিতীয় সন্তান আসার খুশিতে বেশ কিছুদিন আগেই নতুন বাড়ি নিয়েছিলেন সেইফ আলি খান। সেখানেই আসবে করিনার দ্বিতীয় সন্তান। ২০২০ সালে আগস্ট মাসে করিনার গর্ভবতী হওয়ার সংবাদ প্রকাশ্যে আসে। ২০১৬ সালে তাদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। তৈমুর এর বোন হতে চল ছে না ভাই সেই নিয়ে প্রচুর জল্পনা শুরু হয় নেট দুনিয়ায়। এমনকি কন্যা সন্তান হবে বলে ভুয়ো খবর ছড়ায় চারিদিকে। তবে অবশেষে প্রতীক্ষার অবসান। পুত্র সন্তানের জন্ম দিলেন করিনা কাপুর খান।
Congratulations to my dearest #KareenaKapoorKhan and fabulous #SaifAliKhan
— Manish Malhotra (@ManishMalhotra) February 21, 2021
এখনও পর্যন্ত কোনো ছবি প্রকাশ্যে আনেননি নবাব পরিবার। এই ব্যাপারে আপাতত গোপনীয়তা বজায় রেখেছেন সেইফ এবং করিনা।
It’s a boy for Bebo and Saif! #KareenaKapoorKhan and #SaifAliKhan are blessed with a baby boy 😄😍#KareenaKapoorKhan #KareenaKapoor #TaimurAliKhan #babyboy #SaifAliKhan pic.twitter.com/65ifB7qS83
— Pinkvilla (@pinkvilla) February 21, 2021