বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, বাধ্যতামূলক নয় করোনা নেগেটিভ রিপোর্ট

০৫:৫৬ পিএম, জুন ৮, ২০২১

দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, বাধ্যতামূলক নয় করোনা নেগেটিভ রিপোর্ট

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ অবশেষে বেশ কিছু সময় বন্ধ থাকার পর, খুলে গেল কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা, সাধারণ দর্শনার্থীদের জন্য। উল্লেখ্য, আজ থেকেই উত্তরপ্রদেশে কঠোর বিধিনিষেধ কিছুটা হলেও শিথিল করা হয়েছে। আর আজই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির।

মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভক্তদের মন্দিরে প্রবেশের জন্য করোনা নেগেটিভ রিপোর্ট দেখানো বাধ্যতামূলক নয়। তবে বলা হয়েছে, অবশ্যই মন্দির চত্বরে সামাজিক দূরত্ববিধি এবং অন্যান্য করোনাবিধি মানা আবশ্যিক। অবশ্য এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই ভক্তদের জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনার জন্যই গত এপ্রিল মাসেই বন্ধ করে দেওয়া হয়েছিল, কাশীর বিশ্বনাথ মন্দির। কিন্তু এবার উত্তরপ্রদেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৪ হাজারে নেমে আসায়, লকডাউনের বিধিনিষেধে কিছুটা হলেও শিথিলতা এনেছে উত্তরপ্রদেশের যোগী প্রশাসন। আর সেই জন্যই এবার খুলে দেওয়া হল কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা। তবে, এও জানা গিয়েছে, করোনার কারণেই স্থগিত রাখা হয়েছে ৬০০ কোটির কাশী বিশ্বনাথ ধাম প্রকল্প।