শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শ্বাসকষ্টের সমস্যা থেকে বাঁচতে ঘরে রাখুন এই গাছগুলো

১১:৩৯ পিএম, আগস্ট ১৮, ২০২১

শ্বাসকষ্টের সমস্যা থেকে বাঁচতে ঘরে রাখুন এই গাছগুলো

এক গবেষণায় দেখা গেছে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, এই ধরনের বাতাস পরিশুদ্ধকারী গাছ তাদের নানা উপকার করতে পারে। জেনে নিন সেই গাছগুলো সম্পর্কে-

আইভি লতা: বাড়ির দেওয়ালে অনেকে এই গাছ লাগাতে হয়। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশে ঘরের ভেতরেই এই গাছ লাগানো হিয়ে থাকে। তাতে সেখানকার বাতাসও পরিশুদ্ধ হয়।

স্পাইডার প্লান্ট: এই গাছ ঘরের ভেতরে বাঁচানো খুব সহজ। ফর্মালডিহাইড এবং জাইলেনের মতো দূষিত পদার্থ বাতাস থেকে টেনে নেয় এই গাছ। শিশু এবং পোষা প্রাণীও নিরাপদ এই গাছ এর কাছে থাকলে।

মানি প্লান্ট : এটি একটি পরিচিত গাছ। বহু বাড়িতেই এই গাছ থাকে। একে বাঁচানোর জন্যও বিশেষ পরিশ্রম করতে হয় না। এমনকি মাটিও লাগে না এই গাছ বাঁচাতে। শুধু জল দিয়ে তার মধ্যে রেখে দিলেও বেঁচে থাকে।

পার্লার পাম: বহু ধরনের পাম গাছ হয়। তার মধ্যে পার্লার পাম প্রজাতিটি ঘরের বাতাস পরিশুদ্ধ করতে সবচেয়ে কার্যকরী। লেডি পাম এবং বাম্বু পামও এর মতোই বেশ গুরুত্বপূর্ণ।

রাবার গাছ: এটিও অত্যন্ত পরিচিত গাছ। সকলেই হয়তো এই গাছ দেখেছেন। অনেকের বাড়িতেই থাকে এই গাছ। এই গাছ বাতাস পরিশুদ্ধ করতে পারে। ফর্মালডিহাইড জাতীয় দূষিত পদার্থ টেনে নিতে এর জুড়ি নেই।

অ্যালো ভেরা: নানা কাজে লাগে এই গাছের রস। পাশাপাশি ঘরের বাতাস থেকে দূষিত পদার্থ সাফ করার কাজও ভালই পারে এই গাছ।