শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কলকাতা পুরসভার উদ্যোগে করোনা ভ্যাকসিন নেওয়ায় ক্ষেত্রে চালু হল এই নয়া নিয়ম! রইল বিস্তারিত

১০:২২ পিএম, জুলাই ২৩, ২০২১

কলকাতা পুরসভার উদ্যোগে করোনা ভ্যাকসিন নেওয়ায় ক্ষেত্রে চালু হল এই নয়া নিয়ম! রইল বিস্তারিত

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে কড়া বিধিনিষেধ জারির সুফল মিলছে। ক্রমশ সুস্থতার পথে এগিয়ে চলেছে বাংলা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট। তবে, রাজ্যের করোনা গ্রাফে ওঠাপড়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। এদিকে রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে ফের টিকাকরণ কর্মসূচি ধাক্কা খেল। ফের বন্ধ হল টিকাকরণ কর্মসূচি। এই অবস্থায় সাধারণ মানুষের ভ্যাকসিন দুর্ভোগ কমাতে নয়া পদক্ষেপ গ্রহণ করল পুরসভা। সোমবার থেকেই চালু হচ্ছে নয়া পদ্ধতি।

এবার জেনে নেওয়া যাক কী সেই পদ্ধতি? সাংবাদিক সম্মেলনে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘বিভিন্ন সেন্টারে ভিড় হচ্ছে ভ্যাকসিনের কারণে। লোকে রাত থেকে লাইন দিচ্ছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে, রাত থেকে লাইন দিয়ে সকাল পর্যন্ত থাকতে হচ্ছে। আমরা ঠিক করেছি, বিকেল চারটের মধ্যে ভ্যাকসিনেশন শেষ হয়ে যাচ্ছে যেদিন, বিশেষ করে, ৪ থেকে ৬টা-৭টার মধ্য্‌ সেদিনই আমার পরের দিনের কুপন দিয়ে দেব। সেই কুপন দেখিয়ে পরের দিন ভ্যাকসিন নিতে হবে।’

[caption id="attachment_23525" align="alignnone" width="1280"] প্রতীকী ছবি[/caption]

রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন যে, ‘টোকেন সিস্টেম চালু করলে আবার একটা ভয় আছে। যারা যাঁরা টোকেন নিলেন, তাঁরা আবার সেটা বিক্রি করে দিতে পারেন। লোকাল থানার পুলিস ও পুরসভার কর্মীরা থাকবেন। আধারের জেরক্স কপিতে স্ট্যাম্প মেরে আমরা টোকেন করব।’

ফের কবে থেকে টিকাকরণ শুরু হবে? ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার কোভ্যাক্সিন দিতে পারছে না। কবে থেকে ভ্যাকসিনেশন শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। সোমবারের আগে পুর এলাকায় ভ্যাকসিনেশন শুরু হওয়ার সম্ভাবনা কম।’ জানা গিয়েছে, রাজ্যের প্রায় দেড় লক্ষ মানুষ এখনও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাননি। জুলাই মাসে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে ৭৩ লক্ষ টিকার ডোজ দেওয়ার কথা ছিল কেন্দ্রের। কিন্তু ১৫ জুলাই পর্যন্ত রাজ্য মাত্র ২৩ লক্ষ করোনা টিকার ডোজ পেয়েছে।