শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এক ফোনেই মিলবে সুরাহা! করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

১০:১৭ পিএম, জানুয়ারি ১৪, ২০২২

এক ফোনেই মিলবে সুরাহা! করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ কলকাতা পুরসভার

কোভিড সংক্রমণকে রুখতে সর্বাত্মক ভাবে ঝাঁপিয়ে পড়েছে কলকাতা পুরসভা।এবার করোনা পরিস্থিতিতে আরও এক ধাপ এগোল পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রে খবর, আগামীকাল থেকেই শহর কলকাতায় কোভিড কন্ট্রোল রুম শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। এর জন্য বিশেষ নম্বরও চালু করছে পুর কর্তৃপক্ষ।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, ২২৮৬ -১২৩৮ এই নম্বরে ফোন করলে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন শহরবাসী। স্বাস্থ্য বিষয়ক যাবতীয় তথ্য পাবে শহরবাসী পুরসভার স্বাস্থ্য বিভাগের থেকে।

এছাড়াও এই নম্বরে যোগাযোগ করে সেফ হোমের বিষয়েও সাহায্য পাবে শহরবাসী।সেফ হোমে ভর্তির ব্যাপারে কাউকে যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য কাকে ফোন করলে সেফহোমে ভর্তির ব্যবস্থা করা যাবে। এদিকে পুরসভার তরফে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একটি ম্যাসেজ যাবে। যাতে কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের নম্বরের পাশাপাশি কিভাবে কার সঙ্গে কোন বিষয়ে যোগাযোগ করতে হবে সেই সমস্ত যাবতীয় বিষয়ে তথ্য দেওয়া থাকবে।