বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর

০৪:৪৯ পিএম, জুন ৭, ২০২১

৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর

গত ৫ বছরে ৭১টি স্থলমাইন ও কয়েক ডজন অবিস্ফোরিত বোমা উদ্ধার করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল ইঁদুর ‘মাগাওয়া’ (Magawa)। হয়ে উঠেছিল এক বিষ্ময় ইঁদুর। এই অসাধারণ কাজের জন্য স্বর্ণপদকও লাভ করে ইঁদুরটি। সেই মাগাওয়াই এবার অবসরের পথে। বহু মানুষের প্রাণ বাঁচানোর সম্প্রতি থামল তার সেই কাজ।

প্রসঙ্গত, কম্বোডিয়ায় ৬০ লাখেরও বেশি ল্যান্ডমাইন রয়েছে। এই বোমা খোঁজার কাজেই এতদিন নিযুক্ত ছিল মাগাওয়া। এই ইঁদুরটির জন্ম আফ্রিকার তাঞ্জানিয়ায়। সেখানেই ১৯৯০ সাল থেকে একটি দাতব্য সংস্থা অ্যাপোপোতে (Apopo) তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। অ্যাপোপোর মতে, মাত্র ২০ মিনিটের মধ্যেই কোনও টেনিস কোর্টের মতো আকৃতির জায়গায় অনুসন্ধান চালাতে সক্ষম ছিল মাগাওয়া। ধাতব ডিটেক্টর নিয়েও একজন ব্যক্তির পক্ষে যে কাজ করতে মোট চার থেকে পাঁচদিন সময় লেগে যায়।

[caption id="attachment_17607" align="alignnone" width="1114"]৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর ৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর[/caption]

মাগাওয়ার ওজন ১.২ কেজি। দৈর্ঘ্য হল ৭০ সেন্টিমিটার (২৮ ইঞ্চি)। অন্য অনেক ইঁদুরের প্রজাতির তুলনায় অনেক বড় হলেও বিস্ফোরক দ্রব্য খুঁজতে সেই আকৃতিই উপযুক্ত। মানুষের প্রাণ বাঁচাতে বিশেষ অবদান রাখা এই ইঁদুরকে 'হিরো র‍্যাটস'ও বলা হয়ে থাকে। তবে সাত বছর বয়সী আফ্রিকার খুদে এই দৈত্য ইঁদুর এখন বার্ধক্যের দোরগোড়ায়। ফলে ইদানীং বেশ ধীরগতির হয়ে পড়েছিল সে। তাই তাকে 'প্রয়োজনীয় সম্মান'-এর সঙ্গেই অবসর দিতে চান ইঁদুরটিকে যিনি প্রশিক্ষণ দিয়েছেন সেই ম্যালেন।

[caption id="attachment_17608" align="alignnone" width="1000"]৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর ৫ বছর ধরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই বিষ্ময় ইঁদুর! অবশেষে নিতে চলেছে অবসর[/caption]

উল্লেখ্য, গত ৫ বছরে বোমা খুঁজে বহু মানুষের প্রাণ বাঁচানোর স্বীকৃতি স্বরুপ মাগাওয়াকে স্বর্ণপদকেও ভূষিত করা হয়েছিল। যা এক রেকর্ড! কারণ নিজেদের কাজ নিষ্ঠার সঙ্গে করার জন্য এর আগে বহু প্রাণী স্বর্ণপদক পেলেও ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম ইঁদুর যে পেয়েছিল এই সম্মান। গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের পশু চিকিৎসা সংক্রান্ত দাতব্য সংস্থা PDSA তাকে স্বর্ণপদকের সম্মান দেয়৷ মাগাওয়া যখন স্বর্ণপদক পায় তখন সেই অনুষ্ঠান পিডিএস (PDS)-এর ওয়েবসাইটেও সম্প্রচারিত হয়েছিল। তবে এবার সেই মাগাওয়াকেই নিতে হচ্ছে অবসর। ল্যান্ডমাইন খোঁজার কাজে অপেক্ষাকৃত কম বয়সী ইঁদুরদের এবার নিযুক্ত করা হবে। তাদের প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে৷