শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দান করেছেন ৫০ মিলিয়ন ডলার! জন্মদিনে রইল শিল্পপতি রতন টাটার জীবনের অজানা কাহিনী

০১:৪৬ পিএম, ডিসেম্বর ২৮, ২০২১

দান করেছেন ৫০ মিলিয়ন ডলার! জন্মদিনে রইল শিল্পপতি রতন টাটার জীবনের অজানা কাহিনী

দেশের সফল শিল্পপতিদের মধ্যে অন্যতম পরিচিত নাম রতন টাটা। তাঁর ব্যবসায়িক নীতি তো বটেই, পাশাপাশি পরোপকারের জন্যও তিনি বিশেষভাবে বিখ্যাত। এই জনপ্রিয় ব্যবসায়িক টাইকুন আজ পা দিলেন ৮৪ বছর বয়সে। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এই শিল্পপতি। আজ, তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক রতন টাটার কিছু অজানা জীবন কাহিনী।

১. গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন রতন টাটা। তাঁর বাবার নাম নওয়ল টাটা আর মা সুনি টাটা । নওয়ল টাটা ছিলেন টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামসেটজি টাটার দত্তক নাতি। মাত্র ১০ বছর বয়সে রতন টাটার বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর তাঁর ঠাকুমার কাছে বড় হয়েছিলেন তিনি। ২. ১৯৬১ সালে টাটা স্টিল ছিল তাঁর প্রথম কাজের জায়গা। ব্লাস্ট ফার্নেস এবং বেলচা চুনাপাথর পরিচালনা করা ছিল তাঁর তখনকার কাজ। ৩. ১৯৬২ সালে কর্নেল থেকে বি.আর্ক ডিগ্রি পেয়েছিলেন রতন টাটা। ওই সালেরই শেষের দিকে ভারতে ফিরে আসার আগে লস অ্যাঞ্জেলেসে Jones and Emmons-এ সামান্য কিছুদিন কাজ করেছিলেন তিনি। ৪. ১৯৭৫ সালে হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন রতন টাটা। ৫. ১৯৮১ সালে তিনি টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোনীত হন। রতন টাটার নেতৃত্বে , টাটা টি টেটলিকে অধিগ্রহণ করে। টাটা মোটরস জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণ করে এবং টাটা স্টিল কোরাস অধিগ্রহণ করে। এক বৃহত্তর ভারত-কেন্দ্রিক গোষ্ঠী থেকে টাটাকে বিশ্বের এক বড় ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত করার প্রয়াস নেন রতন টাটা। ৬. রতন টাটার আকাশ ভ্রমণ খুব পছন্দের। ২০০৭ সালে, প্রথম ভারতীয় হিসেবে F-16 ফ্যালকনের পাইলট হন তিনি। ৭. রতন টাটা ভারতের দুটি সর্বোচ্চ অসামরিক পুরস্কারেরও প্রাপক। ২০০০ সালে পদ্মভূষণ ও ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ৮. ২০০৯ সালে এই শিল্পপতি এমন একটি গাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দেন যেটির দাম মাত্র এক লাখ। মধ্যবিত্তের পক্ষে যে ব্যয় ভার বহন করা সম্ভব। মধ্যবিত্তের সাধ্যের কথা চিন্তা করেই এরপর টাটা ন্যানো গাড়ি বাজারে আনেন শিল্পপতি। ৯. ২০১০ সালে, হার্ভার্ড বিজনেস স্কুলে একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার দান করেন রতন টাটা। স্থাপিত হওয়ার পর সেই হলটির নামকরন করা হয় টাটা হল । ১০. এই শিল্পপতির পছন্দের তালিকায় রয়েছে নিত্যনতুন গাড়ি। আপাতত তাঁর সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস, মাসেরাটি কোয়াট্রোপোর্ট, মার্সিডিজ বেঞ্জ ৫০০ এসএল, জাগুয়ার এফ-টাইপ, জাগুয়ার এক্সএফ-আর-এর মতো উচ্চমানের সব গাড়ি।