বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আলোর উৎসবে মাতবে গোটা দেশ! রইলো কালীপুজোর দিনক্ষণ এবং পুজোর শুভ সময়

০৯:৪৯ পিএম, অক্টোবর ৩১, ২০২১

আলোর উৎসবে মাতবে গোটা দেশ! রইলো কালীপুজোর দিনক্ষণ এবং পুজোর শুভ সময়

দুর্গাপূজা, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজো নিয়ে ব্যস্ত আপামর বাঙালি। আলোর উৎসবে মাতবে গোটা দেশ। শহর জুড়ে আলোকসজ্জা এবং আতশবাজি দেখার শুভক্ষণ শুরু। লক্ষ্মীপূজোর পূর্ণিমার পরের অমাবস্যাতেই হয়ে থাকে কালীপুজো। বাঙালিদের কাছে কালীপুজো আর গোটা দেশে পালিত হয় দীপাবলি বা দিওয়ালি। অমাবস্যার দিন এই উৎসব পালিত হয় বলে ভুত চতুর্দশীও বলা হয়ে থাকে।

কার্তিক মাসের এই কালীপুজোয় চারিদিকে জ্বলে ওঠে আলোর রোশনাই। তবে কালীপুজো বছরে একবার নয় আরও দুবার কালীপুজো হয়। যেমন মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজা। তবে গোটা দেশ জুড়ে দীপাবলি এই কালীপুজোর দিনেই পালিত হয়। এই বছর পুজো হচ্ছে ৪ নভেম্বর। কালীপুজোর সময় শুরু হচ্ছে সকাল ৬.০৩ মিনিটে এবং শেষ ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিটে।

কালীপুজোর পরই আবার ভাইফোঁটা। ভাই বোনের সুন্দর সম্পর্কের দিন। অর্থাৎ বাঙালির হাতে এখন প্রচুর কাজ। প্রত্যেক বাড়িতেই চলবে উৎসব।