বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিয়ের পর মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন নিয়ে সমস্যা? রইল সহজ পদ্ধতি

০৩:১৭ পিএম, নভেম্বর ৪, ২০২১

বিয়ের পর মহিলাদের ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন নিয়ে সমস্যা? রইল সহজ পদ্ধতি

বিয়ের পর সাধারণত মেয়েদের ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন নিয়ে বহু সমস্যার সম্মুখীন মেয়েরা। কারণ বিয়ের আগের বাবার বাড়ির ঠিকানা থাকে ভোটার আইডি কার্ডে আর বিয়ের পর সেটি পরিবর্তন করতে হয় শ্বশুরবাড়ির ঠিকানায়। ঠিকানা পরিবর্তন না করলে ভোট দিতে বাপের বাড়ি আসতে হয়। যেটি সবসময় সম্ভব হয়ে ওঠেনা।

তবে এবার সেই ঠিকানা পরিবর্তন হবে খুব সহজেই। অফ লাইন এবং অন লাইন দুটির মাধ্যমেই পরিবর্তিত হবে মেয়ের ঠিকানা। অফ লাইনের সাহায্যে পরিবর্তন করতে হলে ভোটার সংশোধন ক্যাম্পে গিয়ে আবেদন করতে হয়। আবার সেই মেয়ের স্বামী যদি একটি আবেদন পত্রে লেখেন যে ইনি আমার স্ত্রী তারপর ভোটার সংশোধন ক্যাম্পে জমা দেন সেক্ষেত্রেও সহজেই পরিবর্তিত হবে ঠিকানা।

আর অনলাইন আবেদনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপ অথবা ইলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://eci.gov.in/ এই লিংকে ঢুকে যাবতীয় কাজ করা যাবে। তাছাড়াও কল করতে পারেন ১৯৫০ এই নম্বরে। ঠিকানা পরিবর্তন করার জন্য যাবতীয় তথ্য দেওয়া হবে।