বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পেট্রোলের মুল্যতে ভাঙল সমস্ত রেকর্ড, এক নজরে দেখে নিন কোন শহরে কত

০৩:৩৮ পিএম, ফেব্রুয়ারি ১২, ২০২১

পেট্রোলের মুল্যতে ভাঙল সমস্ত রেকর্ড, এক নজরে দেখে নিন কোন শহরে কত
বংনিউজ২৪x৭ ডেস্কঃ লকডাউনের সময় সেরকমভাবে বাড়েনি পেট্রোল ডিজেলের দাম। কিছু মাস ধরে এক প্রকার স্থায়ি ছিল পেট্রোল ডিজেলের মূল্য। কিন্তু ২০২১ পড়তেই হু হু করে বৃদ্ধি হতে শুরু করলো পেট্রোল ডিজেলের দাম। নতুন বছরের শুরুতেই মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল অবস্থা দেশের নাগরিক দের। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পেট্রোল দাম হল আকাশ ছোঁয়া তার সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়ল ডিজেলেরও। তারপর থেকেই লাগামহীন ভাবে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। উল্লেখ্য রেকর্ড ব্রেকিং দাম বাড়ছে রাজস্থানে। এদিন রাজস্থানে লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের দাম ৯৮.৬০টাকা। সেখানে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৮৯.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৮১.৯৬টাকা। একই ভাবে পেট্রোলের দাম বৃদ্ধির পথে মেট্রো সিটি দিল্লী। এখানে লিটার প্রতি পেট্রোলের দাম ৮৮.১৪ টাকা। ডিজেলের দাম ৭৮.৩৮ টাকা। মুম্বাইয়ে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৪.৬২ টাকা। ডিজেলের দাম ৮৫.৩২টাকা। আর চেন্নাইয়ে এদিন পেট্রোলের দাম ৯০.৪৪ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৪৪ টাকা। উল্লেখ্য চারটি প্রধান শহরের সাথে সাথে ছোটো ছোটো শহরগুলিতেও লাগামহীন ভাবে বাড়ছে পেট্রোলের দাম। তাই চিন্তার ভাঁজ মধ্যবিত্ত্যর পরিবারে।