
বংনিউজ২৪x৭ বিনোদন ডেস্কঃ কিছু মাস আগেই মাতৃত্বের স্বাদ পান টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। করোনা পরিস্থিতিতে তার কোলে আসে পুত্র সন্তান। গুটি গুটি পায়ে বেশ বড়ো হচ্ছে কোয়েল এবং নিশ পাল সিং রানের প্রথম সন্তান।অবশ্য প্রথম প্রথম কোয়েল তার পুত্রের কোনো ছবিই প্রকাশ্যে আনেননি। তিনি জানান দুর্গা পুজোর অষ্টমীতে ছেলের নাম রাখবেন এবং ছবি প্রকাশ্যে আনবেন। কথামত অষ্টমীর দিন ছেলের নাম রাখেন কবির।
সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় অভিনেত্রী। মাঝে মধ্যেই বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি ফের নববধূর সাজে দেখা গেলো কোয়েল কে। না না রিয়েল লাইফ নয় রিল লাইফের একটি পুরনো ভিডিও পোস্ট করেন তিনি। ঘরে বাইরে সিনেমায় কনের সাজে সেজে ছিলেন তিনি। সেই সময়কার শুটিং এর একটি ভিডিও পোস্ট করলেন কোয়েল। ভিডিও পোস্ট করে স্মৃতি চারণ করলেন তিনি।
শেষ কোয়েলকে দেখা গেছে রক্ত রহস্য ছবিতে। যদিও করোনা আবহে নতুন করে কোনো ছবির শুটিং শুরু করতে পারছেন না কোয়েল। আর তাছাড়াও কোয়েল এবং নিশ পাল সিং দুজনেই করোনার শিকার হন তাই দুজনেই ভিড় জমায়েত থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন।