শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

নির্বাচনের আগের রাতেই বিপ্লব দেবের ওএসডিকে তলব কলকাতা পুলিশের

১০:০৯ পিএম, নভেম্বর ২৪, ২০২১

নির্বাচনের আগের রাতেই বিপ্লব দেবের ওএসডিকে তলব কলকাতা পুলিশের

ত্রিপুরার পুরভোট নিয়ে সরগরম রাজ্য তথা দেশের রাজনীতি। রাত পোহালেই ভোট সেই রাজ্যে। তার আগেই সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডি সঞ্জয় মিশ্রকে তলব করল কলকাতা পুলিশ। ২৫ নভেম্বর তাকে নারকেলডাঙ্গা থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

গত কয়েক মাস ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ত্রিপুরায় গিয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ- বিধায়ক। বিপ্লব দেব প্রশাসনের সেই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। জানা গেছে, বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে চিঠি দিয়ে সঞ্জয় মিশ্রকে তলব করা হয়েছে বৃহস্পতিবার। পাল্টা এই চিঠির জবাব সঞ্জয় মিশ্র। তিনি আগামী পরশু দিন হাজিরা দেবেন না বলেই জানা গিয়েছে। নির্বাচনকে ঘিরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার মাটি। এবারে সেখান বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল। তাই আগামীকাল সেখানের পুরভোট শান্তিপূর্ণ হয় কিনা সে দিকেই নজর গোটা রাজনৈতিক মহলের।