শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিদ্যাসাগর সেতুতে স্টান্ট রুখতে কড়া কলকাতা পুলিশ

০৮:৫৫ এএম, ফেব্রুয়ারি ১১, ২০২১

বিদ্যাসাগর সেতুতে স্টান্ট রুখতে কড়া কলকাতা পুলিশ
মাঝে মধ্যেই শহরের বিভিন্ন উড়ালপুলে দুর্ঘটনার কথা শোনা যায়। বিভিন্ন সময় উড়ালপুল গুলিতে স্টান্ট দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে শহরবাসী। আর এবার বিদ্যাসাগর সেতুতে স্টান্ট রুখতে কড়া কলকাতা পুলিশ। নানা সময়ে নানা উড়ালপুলে দুর্ঘটনার খবর আসে। সেই তালিকায় রয়েছে বিদ্যাসাগর সেতুও। আর তাই স্টান্ট রুখতে কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। ব্রিজের উপর নজর এড়িয়ে গাড়ি নিয়ে দাঁড়ালেই হাজির হবে পুলিশ। গঙ্গার উপর দাঁড়িয়ে আর সেলফি বা স্টান্ট করতে দেখলে গ্রেফতারও করতে পারে পুলিশ। এছাড়াও বিদ্যাসাগর সেতুর উপর নজরদারি চালাবে পুলিশ। যাতে কেউ গাড়ি থামিয়ে স্টান্ট বা সেলফি তুলতে না পারে। প্রসঙ্গত দুদিন আগেই এই সেতু থেকে এক যুবক মাঝ গঙ্গায় ঝাঁপ দিচ্ছে এমন এক ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে উত্তাল হয় সামাজিক মাধ্যম। অই যুবকের দেহ মেলে পরবর্তী কালে। সামাজিক মাধ্যমে জনপ্রিয় হওয়ার লোভে আজকাল মানুষ হামেশাই জীবনের ঝুঁকি নিচ্ছে। যা রুখতে এবার ততপর হল কলকাতা পুলিশ।