বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা

১০:৪৬ এএম, সেপ্টেম্বর ১৭, ২০২১

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা

বংনিউজ ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ সপ্তাহের প্রথম থেকেই বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। গতকাল রোদের দেখা মিললেও, আবারও নয়া নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছে যে, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভবনা রয়েছে। সেটিও ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাস সত্যি হয়েছে। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপ আরও গভীর হয়েছে৷ এবার তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে৷

এর প্রভাবেই ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনার কথা জানানো হয়েছিল। কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আবার আবহাওয়া দফতর সূত্রে খবর, এর প্রভাবেই এদিকে শুক্রবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷ আর শনিবার থেকে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য এমনটাই সতর্কবার্তা জারি করেছে আইএমডি। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। কাজেই সপ্তাহের শেষে ফের ভাসতে পারে বাংলা।

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি বাড়বে শনি-রবিবার থেকে। রবি ও সোমবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। আরো একদফায় মেঘলা আকাশ, দুর্যোগের আশঙ্কা। আজ থেকে বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ। আরও একবার উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার আশঙ্কা।

অন্যদিকে, বাংলার বাইরে অন্যান্য রাজ্যেও হবে ব্যাপক বৃষ্টি। যেমন- উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির দাপট জারি থাকবে৷ শুক্রবার মধ্যপ্রদেশ, গুজরাত-সহ বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মৌসম বিভাগের পক্ষ থেকে শুক্রবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিম মধ্যপ্রদেশে ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে৷ জানানো হয়েছে, ১৮ থেকে ২০ তারিখ অবধি ভারী বৃষ্টি হবে৷ এছাড়াও, উত্তরাখণ্ডেও ১৯ থেকে ২২ সেপ্টেম্বর অবধি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ পূর্ব রাজস্থান ও গুজরাতে শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে৷ ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ পশ্চিমী রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছে বৃষ্টি কিছুটা কম হতে পারে৷ কিন্তু ১৮ থেকে ২০ তারিখ আবার বৃষ্টি বাড়বে৷

এদিকে, এর মধ্যেই রাজধানী দিল্লির পুরনো বৃষ্টির সব রেকর্ড ভেঙে গিয়েছে। দিল্লিতে এবছর মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করলেও, ভারী বৃষ্টি হচ্ছে প্রথম থেকেই। দিল্লিতে বৃহস্পতিবার দুপুর অবধি ১১৫৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে৷ ১৯৬৪-র পর এটাই সবচেয়ে বেশি পরিমাণ বৃষ্টি৷ আর দিল্লির ইতিহাসে এটা তৃতীয় সবচেয়ে বেশি বৃষ্টি৷ দিল্লিতে সেপ্টেম্বরে ইতিমধ্যেই ৪০০ মিলিমিটার বৃষ্টির মাপ পার করে গেছে৷ বৃহস্পতিবার দুপুর অবধি ৪০৩ মিমি বৃষ্টি হয়েছে৷ সেপ্টেম্বর ১৯৪৪ সালে ৪১৭.৩ মিমি বৃষ্টি হওয়ার পর এটা সবচেয়ে বেশি বৃষ্টি৷