শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

ফের শহরে মিঠুন! দলীয় নেতাদের নিয়ে করবেন বৈঠক, মুখ খুললেন পার্থর গ্রেফতারি নিয়েও

আত্রেয়ী সেন

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০৩:৩১ পিএম | আপডেট: জুলাই ২৭, ২০২২, ০৯:৩১ পিএম

ফের শহরে মিঠুন! দলীয় নেতাদের নিয়ে করবেন বৈঠক, মুখ খুললেন পার্থর গ্রেফতারি নিয়েও
ফের শহরে মিঠুন! দলীয় নেতাদের নিয়ে করবেন বৈঠক, মুখ খুললেন পার্থর গ্রেফতারি নিয়েও

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের একবার কলকাতায় এলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। পৌঁছলেন হেস্টিংসে বিজেপির দফতরে। জানা গিয়েছে, সেখানে রাজ্য বিজেপির দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

পাশাপাশি নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও শৃঙ্খলারক্ষা বৈঠকেও যোগ দেবেন। এদিকে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে আগে মিঠুন চক্রবর্তীর বারবার দলীয় বৈঠকে যোগ দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। এখানেই শেষ নয়, তাঁকে কোনও নতুন দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়েও চলেছে জল্পনা। 

বুধবার বেলা ১২ টার পর হেস্টিংসে বিজেপির দফতরে এসে পৌঁছান বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে দলের, শৃঙ্খলারক্ষার বৈঠকে তাঁর উপস্থিতি চেয়েছিলেন সুকান্ত-শুভেন্দু। তাই এবার শহরে মহাগুরু। রাজনৈতিক মহলের একটা বড় অংশের অনুমান রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতেই শহরে এসেছেন মিঠুন চক্রবর্তী।

এদিকে, এদিন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়েও মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। বুধবার হেস্টিংসে বিজেপি দফতরে পা রাখার আগে পার্থর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে, জবাবে তিনি বলেন, ‘এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না।’ বঙ্গ বিজেপি নেতৃত্ব যখন পার্থর গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে কোণঠাসা করতে চাইছে, সেই সময় এই বিতর্ক থেকে নিজেকে দূরেই রাখলেন মিঠুন চক্রবর্তী।