শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

SSC নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ CBI-এর! চার্জশিটে তালিকায় ষষ্ট নাম পার্থ চট্টোপাধ্যায়ের

আত্রেয়ী সেন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ০৫:২৪ পিএম | আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:২৪ পিএম

SSC নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ CBI-এর! চার্জশিটে তালিকায় ষষ্ট নাম পার্থ চট্টোপাধ্যায়ের
SSC নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ CBI-এর! চার্জশিটে তালিকায় ষষ্ট নাম পার্থ চট্টোপাধ্যায়ের

বংনিউজ২৪x৭ ডিজিটাল ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার আলিপুর কোর্টে চার্জশিট জমা করা হয়েছে। সেই চার্জশিটে মোট ১৬ জনের নাম রয়েছে বলেই সূত্রের খবর। এমনিতে যে ৫ জনের নামে এফআইআর করা হয়েছিল, তাঁদের নাম তো রয়েইছে। এর পাশাপাশি তালিকায় নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করে। এরপহয়। এরপরে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থাকে তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের প্রশ্নের মুখেও পড়তে হয়। আলিপুর সিবিআই কোর্টে প্রশ্ন তোলেন বিচারক। পরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবার অবশেষে চার্জশিট জমা করল সিবিআই।

উল্লেখ্য, গত সপ্তাহেই এই মামলায় চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি-র চার্জশিটেও নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। নাম রয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যেরও। এবার সিবিআই-এর চার্জশিটে আর কী তথ্য উঠে আসে, সে দিকেই নজর রয়েছে।

নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পরে সিবিআই একই মামলায় গ্রেফতার করেছে আরও বেশ কয়েকজনকে। এরমধ্যে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। তাঁদের জেরাও করা হয়েছে ইতিমধ্যেই। আর পরে ইডি-র মামলায় জেল হেফাজতে থাকাকালীন পার্থকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জেরা করা হয়েছে। এবার সেইসব তথ্যের ভিত্তিতেই চার্জশিট পেশ করেছে সিবিআই। এমনটাই জানা গিয়েছে।